ইসলামী ব্যাংকের বিনিয়োগ নিয়ে দুদকের চিঠি শীর্ষক সংবাদে ব্যাংকের বক্তব্য
- ১০ জুলাই ২০২৪, ০০:০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেন্দ্রীয় ব্যাংকসহ সব রেগুলেটরি প্রতিষ্ঠানের নির্দেশনা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন প্রয়োজনে তাদের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য চেয়ে পত্র দিয়ে থাকে। তারই অংশ হিসেবে খবরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ইসলামী ব্যাংকের কাছে যে তথ্য চেয়েছিল তা গত ১৬ জুলাই যথারীতি প্রয়োজনীয় নথি ও কাগজপত্রসহ জমা দেয়া হয়েছে এবং দুদক একই দিন তা গ্রহণ করেছে, যার কপি ব্যাংকে সংরক্ষিত আছে। বাংলাদেশ ব্যাংকও উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর বিশদ পরিদর্শন করে বিনিয়োগগুলো সঠিক, নিয়মিত এবং পর্যাপ্ত জামানত দ্বারা আবৃত রয়েছে মর্মে অবহিত করেছে।
দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ আমানত নিয়ে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করেই বিনিয়োগ বিতরণ করেছে। এ ছাড়া এ ব্যাংক গ্রাহকের ব্যবসায়িক স্থাপনা, চলতি মূলধনের প্রয়োজনিয়তা, ব্যবসায়িক দক্ষতা ও অভিজ্ঞতা এবং সরবরাহ ব্যবস্থাপনাসহ ব্যাংকের অন্যান্য বিনিয়োগ নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই বিনিয়োগ প্রদান করে থাকে। এ ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। এই ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি, রফতানি, রেমিট্যান্স আহরণ, এসএমই, ক্ষুদ্র বিনিয়োগ, পল্লী উন্নয়ন ও কৃষি বিনিয়োগসহ দেশের অগ্রাধিকার খাতগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং শীর্ষ অবস্থানে রয়েছে। দেশের আপামর জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ও তাদের সার্বিক সহযোগিতা ও সমর্থনে ইসলামী ব্যাংক আগামী দিনেও তার অগ্রগতি অব্যাহত রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
ইসলামী ব্যাংক সম্পর্কে এ ধরণের সংবাদ প্রকাশ করে স্বার্থান্বেষী মহল ব্যাংকের ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা করছে। এ ধরনের সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করার অপপ্রয়াস ছাড়া কিছুই নয়। আমরা এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শীর্ষস্থানীয় ব্যাংকের বিষয়ে কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা