ব্রিটেন ও ইরানের নতুন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে জামায়াতের অভিনন্দন
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। একইভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির। গতকাল পৃথক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
কিয়ার স্টারমারকে অভিনন্দন : গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন। বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তার বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
ইরান প্রেসিডেন্টকে অভিনন্দন : ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, ফিলিস্তিন ও কাশ্মিরসহ মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা তার যথার্থ ভূমিকা প্রত্যাশা করছি। আমি আশা করি, ইরান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পারিবারিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।