দ্বীন কায়েমে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে
- নোয়াখালী অফিস
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ওলামায়ে কেরামগণ হলেন অরাসাতুল আম্বিয়া তথা নবীগণের ওয়ারিশ। আল্লাহর জমিনে দ্বীন কায়েমে ওলামা মাশায়েখদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নোয়াখালী জেলার উলামায়ে কেরামগণের আল-কুরআনের খেদমতে সারা দেশব্যাপী অবদান রয়েছে। অতীতকাল থেকেই এই জেলার আলেমগণ দেশের আনাচে কানাচে দ্বীনের খেদমতে ত্যাগ স্বীকার করে এসেছেন। সব ধরনের জুলুম নির্যাতনের মোকাবেলায় দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আল-কুরআন ও আল-হাদিসের আলোকে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে, শক্তিশালী সংগঠন কায়েমে উলামায়ে কেরামগণকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। উলামায়ে কেরামগণকে দরদভরা মন নিয়ে সব স্তরের আলেমদের এ কাজে ঐক্যবদ্ধ করতে হবে। আল-কুরআনের সঠিক ব্যাখ্যা উপলব্ধি করতে হবে। তিনি গতকাল সোমবার নোয়াখালী জেলা উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নোয়াখালী জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন হাসানের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দোকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, আলেমে দ্বীন অধ্যক্ষ ড. মাওলানা আমীনুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মো: সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, অধ্যক্ষ মাওলানা আবদুশ শহীদ, উপাধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন আল মাদানী, অধ্যাপক মাওলানা মিছবাহ উদ্দিন, অধ্যাপক মাওলানা মাহবুবে রাব্বানী, মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।
পরে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত আরো এক রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শহর আমির মাওলানা মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজের পরিচালনায় স্থানীয় এক অডিটোরিয়ামে আয়োজিত উক্ত শিক্ষা শিবিরে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।