১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্রান্সে উগ্র ডানপন্থীদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার আভাস

-

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) জয়জয়কার ঘটলেও আগামী রোববারের রান-অফ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। একটি জনমত জরিপ ফলাফলে বুধবার এমনটাই বলছে জনপ্রিয় চ্যালেঞ্জ ম্যাগাজিনের জরিপ সংস্থা ‘হ্যারিস পোল’। রয়টার্স।
ফ্রান্সের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী টুগেদার ব্লক গত মঙ্গলবারের প্রথম দফা ভোটে মাত্র ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে গেছে। তার জোটকে হটিয়ে ভোটে কট্টরপন্থী নেত্রী মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি (আরএন) ৩৩ শতাংশ ভোট পেয়েছে। এ ছাড়া বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) পেয়েছে ২৮ শতাংশ ভোট। প্রথম দফা ভোটে বিজয়ের পর ফ্রান্সজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে কট্টরপন্থীরা। তারা আশা করছে, এবার দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তাতে ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রয়োজনীয় ২৮৯ আসনে জিততে হবে।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৮৯ আসন জিততে পারবে কি না এমন প্রশ্নের জবাবে মেরিন লে পেন এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমি খুব আত্মবিশ্বাসী। ভোটেই প্রমাণ হয়েছে, পরিবর্তনের জন্য ফরাসি জনগণের সত্যিকারের আকাক্সক্ষা রয়েছে।
তবে এমন আশাবাদের দুই দিন পর কট্টরপন্থীদের হটাতে একজোট হয়েছে ফরাসি মূল ধারার কয়েকটি দল। আগামী রোববারের রান-অব ভোটের আগমুহূর্তে তারা ‘রিপাবলিকান ফ্রন্ট’ নামে এক ছাতার নিচে একীভূত হয়েছে। জানা গেছে, আরএনবিরোধী এই ফ্রন্টের অধীনে অন্তত ২০০ আসনে প্রার্থী ভোট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এসব আসনে তারা আরএন প্রার্থীর কাছাকাছি থাকা অন্য প্রার্থীকে সমর্থন দিয়েছেন। অ্যান্টি-আরএন ফ্রন্টের লক্ষ্য একটাই, যাতে দ্বিতীয় দফা ভোটে পার্লামেন্টে কট্টরপন্থী আরএনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে আটকানো যায়।
বিশ্লেষকরা বলছেন, ৯২টি আসনে তিন বা চার-মুখী লড়াইয়ের কথা ছিল। ত্রিমুখী ভোট হলে তা আরএনের পাল্লা ভারী হতো, অন্যদিকে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আরএনবিরোধী জোট ভালো করবে। আরএনবিরোধীদের প্রার্থিতা প্রত্যাহার কট্টরপন্থীদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
কট্টরপন্থীদের সেই চ্যালেঞ্জে আরো বৈরি হাওয়া লাগিয়ে দিয়েছে চ্যালেঞ্জস ম্যাগাজিনের হ্যারিস ইন্টারেক্টিভ পোল। সংস্থাটি জরিপ ফলাফলে জানায়, রাজনীতিবিদরা একটি অ্যান্টি-আরএন ফ্রন্ট গঠন করার পর প্রয়োজনীয় ২৮৯ আসন আর পাচ্ছে না আরএন।


আরো সংবাদ



premium cement
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’ দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে

সকল