বাংলাদেশে উৎপাদনশীল খাতে দক্ষ জনশক্তি সৃষ্টিতে কাজ করছে কোইকা
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
বাংলাদেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় পাঁচটি সেক্টরে প্রশিক্ষণ দেবে দ: কোরিয়া। এসব কর্মীর দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশের বিভিন্ন উৎপাদনশীল খাতে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আধুনিকায়ন এবং চট্টগ্রামে উৎপাদনশীল খাতে কী পরিমাণ জনশক্তি প্রয়োজন তা যাচাই করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সাথে মতবিনিময় করেছে কোইকার প্রতিনিধিদল।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে কোইকার ডাইরেক্টর জেনারেল জংমিন পার্ক বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে কোরিয়া। আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে দ: কোরিয়া বিভিন্ন সেক্টর বিশেষ করে পেইন্টিং, ওয়েল্ডিং, মেকানিক্স, আইটি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে প্রশিক্ষণ দেবে ও কর্মী নেবে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে কী পরিমাণ জনশক্তি আছে তা গবেষণার মাধ্যমে বের করে শিল্পের চাহিদানুযায়ী প্রশিক্ষণ দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের মেনুফ্যাকচারিং খাতের আজকের এই অবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দ: কোরিয়া। আগামীতেও বাংলাদেশ তথা চট্টগ্রামে উৎপাদনশীল খাতগুলোতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে দ: কোরিয়া।
এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো: মঞ্জুরুল হাফিজ, কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইয়াং হিউনও, যুক্তরাষ্ট্রের ওকালোহমা ইউনিভার্সিটির প্রফেসর নামছুল লি, মেকানিক্যাল ডিজাইন এক্সপার্ট জং ইয়েন পার্ক, সাংকোংওয়াং ইউনিভার্সিটির প্রফেসর চাং ইয়াপ কিম, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, নাজমুল করিম চৌধুরী শারুন, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও দু’দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরী পোশাক খাত আজকের এই অবস্থানের পেছনে রয়েছে দ: কোরিয়ার অবদান। কারিগরি শিক্ষার উন্নয়নেও কাজ করছে দ: কোরিয়া।
তিনি বাংলাদেশ থেকে কোরিয়ার দক্ষ মানবসম্পদ আমদানি এবং উৎপাদনশীল খাতে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগের প্রশংসা করে বলেন, চট্টগ্রামকে সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিনিয়োগের আন্তর্জাতিক হাবে পরিণত করেছেন। এই অঞ্চলে গড়ে উঠছে এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগরসহ পাঁচটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে আগ্রহ দেখাচ্ছে বিদেশী বিনিয়োগকারীরা; কিন্তু আমাদের প্রচুর জনশক্তি থাকলেও রয়েছে কারিগরি দক্ষতার অভাব। দ: কোরিয়ার এ ধরনের উদ্যোগের ফলে শিল্পের চাহিদানুযায়ী দক্ষ জনশক্তি যেমন গড়ে উঠবে, তেমনি বিভিন্ন দেশেও এসব দক্ষ জনশক্তি রফতানি করা যাবে। তিনি চট্টগ্রামে শিল্প কারখানাগুলোতে সেক্টরভিত্তিক জনশক্তির প্রয়োজনীয়তা নির্ণয় করতে যৌথভাবে কোইকার সাথে একটা ডাটাবেজ তৈরিতে গবেষণা করার ঘোষণা দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা