উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুসহ নিহত ২
- কক্সবাজার অফিস
- ০৪ জুলাই ২০২৪, ০১:৫০
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন বিভিন্ন এলাকায় আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে ঘর বিধ্বস্ত হলে মাটি চাপায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছে।
গতকাল বুধবার ভোরে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১ ব্লক এবং বালুখালী এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা এফ ওয়ান ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম। অপর দিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় সিফাত নামে এক শিশু পাহাড় ধসে মাটিচাপায় মারা গেছে। তার বাবার নাম মো: আলম।
এদিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দরিয়ানগর থেকে হিমছড়ি পর্যন্ত এলাকার কয়েকটি পয়েন্টে পাহাড় ধসে পড়লে পাহাড়ি মাটির নিচে তলিয়ে যায় সড়কের বেশ কয়েকটি পয়েন্টে। এতে বুধবার সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা সড়কের ওপর থেকে মাটি সরিয়ে ফেললে দুপুরের পরে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া টানা বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ক্যাম্পের শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন গত মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল, যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকার্যক্রম চালাচ্ছে।
অপর দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানান, বালুখালী ৮ নম্বর ক্যাম্পে পাহাড়ের মাটি চাপায় সিফাত নামে এক শিশু মারা গেছে। নিহত শিশুর বাবা মো: আলম স্থানীয় বাংলাদেশী বাসিন্দা।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গলা কেটে হত্যা
কক্সবাজার অফিস জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজনকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার ভোরে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে, নাম নুর মোহাম্মদ (৩০)। পেশায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মক্তবের শিক ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জানান, আজ বুধবার ভোরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে ডি ব্লকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নুর মোহাম্মদকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী গতিরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে ধারণা করা হচ্ছে।
র্যাবের অভিযান, আটক ৩
এ দিকে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্র, গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার তিন সদস্যকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গতকাল বুধবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূলহোতা এবং আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামাল ও তার দুই সহযোগী রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব টিম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী ও বডি গার্ড আনসার উল্লাহকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড গুলি ও ১টি খালি কার্তুজ জব্দ করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা