১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

বন্যায় স্থগিত সিলেট বিভাগে
-

সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। তবে বন্যার কারণে সিলেট বিভাগে এই পরীক্ষা শুরু হবে আগামী ৯ জুলাই থেকে। আর আগামী বছর পরীক্ষার সময় এগিয়ে নিয়ে এসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এপ্রিলে। যদিও করোনার আগে প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে পাবলিক পরীক্ষাগুলো শুরু হতো। কিন্তু গত কয়েক বছরে পরীক্ষার এই রুটিনে অনেকটাই এলোমেলো অবস্থার সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে আগামী বছর থেকেই নির্দিষ্ট ও নিয়মিত সময়েই পাবলিক পরীক্ষাগুলো শুরু এবং শেষ করা যাবে।
শিক্ষা বোর্ডগুলো বলছে গত পাঁচ বছরে করোনা এবং পরবর্তী সময়ে অনেকটাই এলোমেলো হয়ে পড়েছিল শিক্ষাপঞ্জি। বিশেষ করে দু’টি বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি ঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি। তবে এখন থেকে আগের নিয়মে ও সময়েই ফিরবে এই দু’টি পাবলিক পরীক্ষা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রতি বছর এপ্রিল মাসে শুরু হতো, কিন্তু করোনা সংক্রমণের কারণে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা নভেম্বরেও শুরু করতে হয়েছে। পরীক্ষাও হয়েছে কাটছাঁট করা পাঠ্যসূচিতে। তবে তা ধীরে ধীরে এগিয়ে আনা হচ্ছে। এবারের পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার থেকে। তবে শিক্ষা বোর্ডগুলো আগামী বছরের পরীক্ষা এপ্রিল থেকে নেয়ার পরিকল্পনা করছে।
এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিক সময়ে নেয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলেই এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারাও মনে করেন জুন-জুলাই মাসে বর্ষা থাকে। এই সময়ে পাবলিক পরীক্ষা নেয়ার জন্য উপযুক্ত সময় নয়। কিন্তু করোনার কারণে পিছিয়ে থাকায় কিছু করারও ছিল না। তবে তারা আশাবাদী, আগামী বছর থেকে আবারো প্রায় স্বাভাবিক সময়ের মতো পরীক্ষা নেয়া যাবে।
এ দিকে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, আজ থেকে পরীক্ষা নেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সূত্র মতে পাঁচ বছর পর পাবলিক পরীক্ষাগুলো পুরনো সূচিতে আবার ফিরতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। আগামী বছর (২০২৫ সাল) থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা এবং এপ্রিল মাসেই এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার জানান, ইতোমধ্যে আমরা চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যায়। তবে আগামী বছর থেকে পুরনো সূচি অনুযায়ী এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চেষ্টা করছি।
এর আগে ২০২০ সালের এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও করোনা সংক্রমণের কারণে সে বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হয়। কোভিড শুরুর পরের বছর ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়, সর্বশেষ চলতি বছর (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি হয়েছিল। তা ছাড়া এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।
এর আগে গত আগস্টে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনাভাইরাস মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই থেকে তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হবে বলে আশা করি। আগামী বছর চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেয়ার আর এসএসসি চেষ্টা করব আগের মতো ফেব্রুয়ারিতে নিতে।


আরো সংবাদ



premium cement