রাজাপুরে কলেজছাত্রকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
- রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
- ২৯ জুন ২০২৪, ০০:০০
ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্বশত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন (২৪) নামে এক কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিয়ন। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালী বাজারে প্রকাশ্যে হামলার শিকার হন ওই কলেজছাত্র। লিয়ন কাটাখালী বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার পর থেকে কয়েক দফায় পুলিশ অভিযান চালিয়েছে, জড়িতরা সবাই পলাতক রয়েছে।
নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান লেন, জমি ও পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রব বরের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিনের ছেলে শামসু কাজিসহ ১৫-২০ জন। অতর্কিত হামলায় গুরুতর আহত লিয়নকে উদ্ধার করে রাজাপুর ও বরিশালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যালে নিলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ক্রিকেটের ব্যাট দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালায় বলে অভিযোগ নিহতের পরিবারের। ভাই অনিক রহমান অভিযোগ করে আরো বলেন, ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে নিজেও মাথায় আঘাত পেয়েছেন লিয়ন এ বছর অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে, কয়েক দিনের মধ্যে তার ভাইভা পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। নিহতের পরিবারের লোকজন জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেছেন। এ দিকে ঢাকা থেকে বাড়িতে এনে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে, তবে জড়িতরা সবাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা