১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃষিপণ্য রফতানি বাড়াতে পর্যাপ্ত কার্গো ফ্লাইট চান রফতানিকারকরা

-

ফল ও শাক-সবজিসহ অন্যান্য কৃষিপণ্যের রফতানি বাড়াতে পর্যাপ্ত কার্গো ফ্লাইট চেয়েছেন রফতানিকারকরা। পাশাপাশি রফতানির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ফ্লাইটের ভাড়া বা ফ্রেইট কস্ট যৌক্তিক পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংগঠনটির ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ খাতের ব্যবসায়ী ও রফতানিকারকরা এমন দাবি তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং জেনারেল ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনসুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের পরিচালক সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, ডলার সঙ্কট, বাড়তি বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোডসংক্রান্ত নানা জটিলতার কারণে পণ্য আমদানি ও রফতানির ব্যয় বেড়ে যাচ্ছে। এতে ব্যবসা পরিচালনার ব্যয়ও বেড়ে যাচ্ছে। পণ্য আমদানি-রফতানিসংক্রান্ত সমস্যা দূরীকরণে এফবিসিসিআই এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেছে। এ সময় ফল ও শাক-সবজি আমদানি-রফতানিতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও করণীয় নির্ধারণে কমিটির সদস্যদের কাছে সুচিন্তিত মতামত আহ্বান করেন এফবিসিসিআই সভাপতি।


আরো সংবাদ



premium cement