১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

বিভিন্ন স্থানে ১০ জন নিহত

-

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছেন।
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (১৭) ও একই এলাকার নবাব আলীর ছেলে মোকাদ্দেস (১৭)। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া জে কে কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সাদেকুল ও মোকাদ্দেস মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিক থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জে কে কলেজ গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মোকাদ্দেস ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন সাদেকুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি মহাসড়কে ট্রাকচাপায় সিএনজি চালক দবির মিয়া (২৭) নিহত হয়েছেন। নিহত দবির মিয়া জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার চান্দ আলীর ছেলে। গত বুধবার রাত ১১টায় দবির মিয়া সিএনজি চালিয়ে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা সেতু এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পর দবির মিয়ার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ ও চালক টিপু সুলতানকে আটক করেছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পলাশ চন্দ্র দাস (৩৩) নামে বাসের এক হেলপার নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় ঘণ্টাব্যাপী ঢাকাগামী লেনটি বন্ধ রেখে বাসটি উদ্ধার করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা জানান, ভালুকায় পৌঁছার আগে এনা পরিবহনের একটি বাসকে সাইড না দেয়ায় তাদের বাসটিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাস খদে পড়ে ওই বাসটির হেলপার নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে বাস হেলপার সাইফ (২০) একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লামুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক সুজাউদ্দীন (৭০) ও অপর দুর্ঘটনায় মোটরবাইক চালক দেলোয়ার হোসেন (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার গোয়ালকারী ও আলোকছেপী মোলানী পুকুরপাড় নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত সুজাউদ্দীন হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের মরহুম হোসেনের ছেলে ও অপর মোটরবাইক চালক হলেন জিয়াবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাহিড়ী হাট হতে বৃদ্ধ সুজাউদ্দীন মোটরবাইকযোগে বালিয়াডাঙ্গী আসার পথে গোয়ালকাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রেনে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন গত বুধবার সকাল ৭টায় বাড়ী থেকে মোটরবাইক যোগে নেকমরদ যাওয়ার পথে আলোকছেপী মোলানী পুকুর পাড়ে পৌঁছালে এ সময় বিপরীত দিক থেকে আসা মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে রেফার্ড করে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুই দুর্ঘটনায় আরো দুজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ওসি ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ওসি মো: ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।
একই দিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হন।


আরো সংবাদ



premium cement
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সকল