আইএমএফের ঋণে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার
আকুর দায় পরিশোধে যাবে ১৩২ কোটি ডলার- বিশেষ সংবাদদাতা
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি ১১৪ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে। এ সুবাদে গতকাল দেশের রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নের ওপরে পৌঁছেছে। তবে আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৩২ কোটি ডলার পরিশোধ করতে হবে। আর এ কারণে রিজার্ভ আবারো ১৮ বিলিয়নের ঘরে নেমে যাবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যার পর আইএমএফ তাদের ঋণের তৃতীয় কিস্তির ১১৪ কোটি ৭০ লাখ ডলার ছাড় করেছে। গত ২৬ জুনে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। কিন্তু গতকাল কিছু দায় পরিশোধ করা হয়েছে। আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি ছাড় হওয়ার সুবাদে গতকাল দিন শেষে ২০ বিলিয়ন ডলারের কাছে পৌঁছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এ দিকে আগামী ডিসেম্বরে আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ছাড় পাওয়ার জন্য বেশ কিছু শর্ত বাংলাদেশকে পরিপালন করতে হবে। আইএমএফের হিসাবে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ হলো ১ হাজার ৪৭৯ কোটি ডলার। আগামী ডিসেম্বরের মধ্যে ১ হাজার ৫৩২ কোটি ডলারে উন্নীত করতে হবে।
এ দিকে আইএমএফ রিজার্ভের নিম্নমুখী প্রবণতা কমানোর জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। এ জন্য তারা রেমিট্যান্স বাড়াতে বলেছে। কিন্তু রেমিট্যান্স বাড়লে আগের বৈদেশিক দেনা পরিশোধ করতে গিয়ে বাংলাদেশ রিজার্ভ বাড়াতে পারছে না। এর মধ্যে গত মাসে রপ্তানি আয় বেশ কমে গেছে।
রিজার্ভ বাড়ানোর পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে আরো অনেক শর্ত বাস্তবায়ন করতে হবে। কারণ ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় হবে আগামী ডিসেম্বরে। এ জন্য শর্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ণ করতে আগামী নভেম্বরের আইএমএফের আরো একটি মিশন ঢাকায় আসবে। ওই সময়ের মধ্যে ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করতে হবে। ঋণের সুদের হারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো হস্তক্ষেপ করতে পারবে না। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে বাজারে টাকার প্রবাহ আরো কমাতে হবে। ফলে মুদ্রানীতিকে আরো সঙ্কোচনমুখী করতে হবে। এ দিকে আইএমএফের ঋণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বাড়লেও তা বেশি দিন স্থায়ী হবে না। আগামী সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধ করতে হবে। প্রতি দুই মাস অন্তর এ দায় পরিশোধ করতে হয়। সে অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে ১৩২ কোটি ডলার। আকুর দায় পরিশোধের পর রিজার্ভ আবারো ১৮ বিলিয়নের ঘরে নেমে যাবে বরে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
এ দিকে আগামী ডিসেম্বরের মধ্যে আইএমএফের কাছ থেকে চতুর্থ কিস্তি ছাড় পাওয়ার জন্য আরো বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে। রেমিট্যান্সের ওপর প্রণোদনা তুলে দিতে বলা হয়েছে। রেমিট্যান্সে প্রণোদনা প্রত্যাহার প্রসঙ্গে আইএমএফ বলেছে, সাম্প্রতিক সময়ে বিনিময় হার সংস্কারের মধ্যে দিয়ে এ ধরনের প্রণোদনা দেয়া হয়েছে (বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ আকৃষ্ট করতে) যা অপ্রয়োজনীয়। তাই কর্তৃপক্ষকে এই ভর্তুকি ২ শতাংশের নিচে নামিয়ে আনতে এবং ক্রমান্বয়ে এটি একেবারে বাদ দিতে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে সরকারি কর্মজীবীদের প্রতি বছর সম্পদের হিসেবের তালিকা নিতে পরামর্শ দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এসব শর্ত পরিপালনের অগ্রগতি জানতে আইএমএফের একটি টিম আগামী নভেম্বরে বাংলাদেশে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা