১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ছাগলকাণ্ড

মতিউরের ২ সন্তানসহ দ্বিতীয় স্ত্রী শাম্মী দেশ ছেড়েছেন

নিকট আত্মীয়রা বিব্রত
-

ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচিত এনবিআর কর্মকর্তা ড. মতিউর রহমানের দুই সন্তান ইফাত ও ইরফানকে নিয়ে দ্বিতীয় স্ত্রী সোনাগাজীর শাম্মী আক্তার দেশ ছেড়েছেন বলে তার গনিষ্ঠ জনেরা জানিয়েছেন। তবে কোন দেশে গিয়েছেন তা গোপনীয়তার স্বার্থে নিশ্চিত করেননি। অন্য দিকে মতিউর রহমান দেশ ছাড়ার বিষয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে অন্য একটি সূত্র।
২৫ বছর আগে ড. মতিউর রহমান চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড ভ্যাটে চাকরি করা কালীন প্রথম স্ত্রী লায়লা কানিজ থাকাকালীন সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আরু মিয়া বাড়ির মৃত ব্যাংক কর্মকর্তা মিল্লাদ আহম্মদের দ্বিতীয় সন্তান শাম্মী আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শাম্মীর ঘরেই ছাগল কাণ্ডের ইফাতের জন্ম হয়েছে। যা নিকট আত্মীয়রা নিশ্চিত করেছেন।
তুমুল আলোচনা-সমালোচনা, পিতৃপরিচয় অস্বীকারে সম্মানহানিতে পারিবারিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ছাড়েন শাম্মী আক্তার। তবে শেষ গন্তব্য কোথায় তা নিশ্চিত করেননি।
আরু মিয়া বাড়ির শাম্মীর চাচাতো ভাই সাইফু উদ্দিন মাহমুদ শিপু জানান, ওই ঘটনায় সোনাগাজীর আরু মিয়া বাড়ির ঐতিহ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের কাছে অনেকে জানার চেষ্টা করছে। আমরা প্রশ্নের উত্তর দিতে বিব্রত বোধ করছি। যা আমরা কোনো দিন চিন্তা করিনি। অনেকে বাড়ির ঘরটি দেখতে আসছে এবং বিরূপ মন্তব্য করছে।

গণমাধ্যমে ১৫ লাখ টাকায় একটি কোরবানির ছাগল ক্রয় নিয়ে নাম আসে ইফাত নামে এক তরুণের। ১৫ লাখ টাকার সে ছাগল ১২ লাখ টাকায় কেনা ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ড. মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর ছেলে।
মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের নাম আসায় বাবা মতিউর রহমান তার ছেলের সম্পর্ক অস্বীকার করেন। এতে বাঁধে জট। বাবার অস্বীকৃতি পারিবারিক টানাপড়েন চরমে উঠে আত্মসম্মানবোধ। সন্তান ইফাত রাগ-অভিমানে জারজ সন্তানের তকমায় চেষ্টা চালান আত্মহননের। একপর্যায়ে প্রথম স্ত্রী লায়লা কানিজ ও পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই উপায় না দেখে দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করে মালয়েশিয়ার উদ্দেশেদেশ ছাড়েন।
এরই মধ্যে বেরিয়ে আসে মতিউর রহমানের হাজার কোটি টাকার সম্পদের হিসাব। দেশীয় একটি কোম্পানিতেই তিনি দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এমন তথ্য উঠে আসে গণমাধ্যমের প্রতিবেদনে। শুধু তাই নয়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় স্ত্রী শাম্মীর বাড়িতে গত ১০ বছর আগে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে শাশুড়িকে উপহার দেন মতিউর রহমান, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক উৎসুক জনতা এক নজরে বাড়িটি দেখতে আসছেন এবং মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিকট আত্মীয় জানান, দেশজুড়ে আলোচিত ছাগল কাণ্ডে আমাদের ইতিহাস ঐতিহ্য ধুলায় মিশে গেছে। মিডিয়ার কল্যাণে যেসব তথ্য বের হয়েছে তার যথাযথ তদন্ত সাপেক্ষে সত্য প্রমাণিত হলে বাংলাদেশের স¦ার্থে সব দুর্নীতিবাজদের ন্যায় উপযুক্ত শাস্তি হোক।


আরো সংবাদ



premium cement
‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

সকল