১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাবনা ও চৌদ্দগ্রামে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

-


পাবনার পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে ১৮ মাসের এক শিশু মারা গেছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদরের পদ্মা নদীতে গোসলে নেমে আপন দুই ভাইসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গীর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামাণিকের দুই ছেলে, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইল বাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন (১০)।
অপরজন চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, তারা নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোট দুইজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরেরও মৃত্যু হয় বলে জানান তারা।
স্থানীয়রা আরো বলেন, উচু নিচু হয়ে থাকা বালুর স্তুপের উপর দাঁড়ানোর সাথে সাথে বালু ধসে পানিতে দ্রুত ডুবে যায়। এ সময় সেখান থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে গেলে একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসাথে তিনজনের মৃত্যুতে আমরা হতভম্ব হয়ে পড়ছি। পুরো গ্রাম এখন শোকে কাতর হয়ে যাচ্ছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে পুকুরে ডুবে আতিফা আবেদীন ইশরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইশরা মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে। গতকাল সকালে পৌর এলাকার চান্দিশকরা পশ্চিম পাড়ার খান বাড়ির পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মৃত ইশরার পিতা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপন আবেদীন।

জানা গেছে, মায়ের সাথে শিশু ইশরা চান্দিশকরায় নানা হারুন খানের বাড়িতে বেড়াতে যায়। বাড়ির পাশের পুকুরে পড়ে ইশরা গুরুতর আহত হয়। পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর তাকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর বলেন, ‘পানিতে ডুবে যাওয়া শিশু ইশরাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে’।

মৌলভীবাজারে দুই শিশুর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারে পৃথক দুই নদী থেকে দুই দিন নিখোঁজ থাকার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার বরাক নদী থেকে শিশু আজিজুল ইসলামের (৬) লাশ উদ্ধার করে ডুবুরি দল। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানের ছেলে। এর আগে মনু নদী থেকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মো: রিমন শেখের (১২) এর লাশ নিখোঁজের ৪৩ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর এলাকার ভুকশিমইল ইউনিয়নে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বটুল মিয়ার ছেলে রিজওয়ান আহমদ (৬) বন্যার পানিতে ডুবে মারা যায়। তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, ভুকশিমইল ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সবার ঘরে ও ঘরের বাইরে পানি। আজ রিজওয়ান নামে শিশুটি বন্যার পানিতে ডুবে মারা যায়।

নেত্রকোনার সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার সীমান্ত কলমাকান্দা উপজেলায় বিয়ে বাড়িতে খাবার পরিবেশনকালে খোরশেদ আলম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে মেহমানদের খাবার পরিবেশন করার সময় বৈদ্যুতিক ফ্যানের সমস্যা দেখা দিলে তিনি তা দেখতে গিয়ে স্পর্শ করা মাত্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে পাশের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের

সকল