১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেমিকের বিরুদ্ধে মামলা

-

বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দেয়ার কথা ছিল প্রেমিকের। কিন্তু প্রেমিক কথা দিয়ে তা রাখেননি। ফলে যথাসময়ে বিমানবন্দরে যেতে পারেননি প্রেমিকা। ফ্লাইট ধরতেও হয়েছেন ব্যর্থ। এ ঘটনার পর ক্ষুব্ধ প্রেমিকা তাঁর প্রেমিকের নামে মামলা ঠুকে দিয়েছেন। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।
সেই নারীর অভিযোগ, সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেয়ার কথা ছিল তাঁর প্রেমিকের। এ জন্য তিনি বাসায় অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিককে না পেয়ে একা বিমাবন্দরের উদ্দেশে রওনা দেন। কিন্তু গিয়ে দেখেন, তাঁর ফ্লাইট ছেড়ে গেছে।
নিউজিল্যান্ডের ডিসপিউট ট্রাইব্যুনালে প্রেমিকের বিরুদ্ধে ওই প্রেমিকার অভিযোগ, ফ্লাইট ধরতে না পারায় তাঁকে বাড়তি অর্থ গুণতে হয়েছে। সেদিন আর তিনি যেতে পারেননি। ধরতে হয়েছে পরদিনের ফ্লাইট। এ জন্য তাঁর আরো বেশ কিছু অর্থ গচ্চা গেছে।
অভিযোগ পাওয়ার পর আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, ওই তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তাঁর কোনো ভিত্তি আছে কি না। এ ছাড়া প্রেমিক যে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেয়ার কথা বলেছিলেন, এ সংক্রান্ত কিছু লিখিত দিয়েছিলেন কি না। কিন্তু শেষ পর্যন্ত এ ধরনের কোনো লিখিত নথি বা প্রতিশ্রুতি ভঙ্গের প্রমাণ না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।
আদালত বলেছেন, ‘সঙ্গী, বন্ধু ও সহকর্মীদের মধ্যে সামাজিক নানা বোঝাপড়া থাকে। কিন্তু এসব নিয়ে যদি দেখানোর মতো প্রমাণ না থাকে, তাহলে সেসব প্রতিশ্রুতি মানার আইনি বাধ্যবাধকতা নেই। সেই তরুণীকে তাঁর সঙ্গী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা প্রণয়ের সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক একটি বিষয়। এটা চুক্তি বা লিখিত কোনো প্রতিশ্রুতি নয়। তাই আদালত তাঁর অভিযোগ খারিজ করে দিচ্ছেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর

সকল