জুলুম-নিপীড়নের পরও জামায়াত মানবতার কল্যাণে পাশে রয়েছে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার.
- ২৩ জুন ২০২৪, ০২:৫৩
জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো পানিবন্দী লাখো মানুষ। এই কঠিন মুসিবতে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত বন্যাদুর্গতদের পাশে আছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত এলাকায়ও জামায়াত কাজ করছে। সিলেটের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সামর্থ্যবানরা ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। তবে তা প্রয়োজন ও বিপর্যয়ের তুলনায় খুবই অপ্রতুল। সরকারসহ সামর্থ্যবানদের আরো ব্যাপকভাবে এগিয়ে আসা উচিত। জামায়াত বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। শুধু এই অপরাধে জামায়াতের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। জাতীয় নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের নামে প্রহসনের বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অথচ তারা ছিলেন সত্যিকারের মানবতাবাদী। জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াত দুর্যোগ-দুর্ভোগে আর্তমানবতার কল্যাণে সর্বদা পাশে রয়েছে।
তিনি বলেন, বিপদে-আপদে যারা পাশে থাকে তাদেরকে মানুষ আজীবন স্মরণে রাখবে। যারা মানুষের কল্যাণে রাজনীতি করেন তাদেরকে দলমত ধর্ম-বর্ণ-নির্বিশেষে বন্যার্তদের কল্যাণে এগিয়ে আসা উচিত। জামায়াতকে গণবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে অতীতে কেউ সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সমাজের সব স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার দিনভর সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ডের টুকেরবাজার, গৌরীপুর, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া ও বিশ^নাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের লামাকাজী এলাকাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রদান করেন এবং মুসিবত কাটিয়ে উঠার জন্য দোয়া করেন।
পৃথক স্থান পরিদর্শন ও ফুডপ্যাক উপহার বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমির অধ্যাপক আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, সিলেট জেলা উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াত নেতা মুফতি আলী হায়দার, বিশ^নাথ উপজেলা আমির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি মতিউর রহমান, পৌর আমির এমাদ উদ্দিন, মহানগরীর জালালাবাদ থানা আমির কারি আলাউদ্দিন, সদর উপজেলা আমির নাজির আহমদ, জামায়াত নেতা ফয়জুল হক, উবায়দুল হক শাহীন, গোলজার আহমদ, মাওলানা ওসমান গনি, মহানগরীর ৩৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়সল আহমদ ও সেক্রেটারি সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বন্যাদুর্গতদের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন
সিলেট ব্যুরো জানায়, সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় বন্যাদুর্গতদের খোঁজখবর নেয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণসহ তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি।
শুক্রবার ও গতকাল দিনভর বিয়ানীবাজার পৌরসভা, লাউতা, মুড়িয়া, কুড়ারবাজার, চারখাই, দুবাগ, শেওলা ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌর-সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেন।
সেলিম উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে জামায়াত মানবতার কল্যাণে কাজ করে আসছে। বর্তমান দুর্যোগেও জামায়াত বন্যাদুর্গতদের পাশে রয়েছে। জামায়াত মানবতার কল্যাণে কাজ করায় আমাদেরকে ঘরে বসতে দেয়া হয় না, মানুষের সাথে মেশার সুযোগ দেয়া হয় না, জেল-জুলুম নিপীড়ন নির্যাতন এবং ফাঁসিতে ঝুলানো হয়। সীমাহীন জুলুম-অত্যাচার ও কোনো ষড়যন্ত্রই মানবতার কল্যাণে কাজ করা থেকে আমাদের বিরত রাখা যাবে না। শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যাদুর্গতদের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করেছে। সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেনÑ বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমির মাওলানা জমির হোসাইন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, আশিকুর রহমান হেলাল, শফি আহমদ মুন্না সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা