১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে সস্তা মাছ লইট্টার কেজিও ৪ শ’ টাকা : কাঁচামরিচের দামে ট্রিপল সেঞ্চুরি

-


বন্দর নগরী চট্টগ্রামে সবচেয়ে সস্তা মাছ হিসেবে পরিচিত লইট্টার কেজি চারশত টাকা ছাড়িয়েছে। আর কাঁচামরিচের দাম ছাড়িয়েছে ৩ শ’ টাকা। গতকাল জুমাবার নগরীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৪০ টাকায়। ঈদের পরে মাত্র ৩/৪ দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ১৮০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা সরবরাহ সঙ্কটের অজুহাত দিলেও বাজারে প্রচুর পরিমাণ কাঁচামরিচ বিক্রির জন্য সাজিয়ে রাখতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বেড়েছে সবধরনের সবজিও মাছের দাম।
সরেজমিন দেখা যায়, গতকাল সকালে নগরীর চকবাজারে প্রতিকেজি কাঁচামরিচ ৩০০-৩৪০ টাকা দরে বিক্রি করছিলেন বিক্রেতারা। কোরবানির ঈদ শেষ না হতেই কাঁচামরিচের এমন অস্বাভাবিক দামে বিরক্ত ক্রেতারা। এমনিতেই সবধরনের সবজির বাড়তি দামে মানুষের নুন আনতে পানতা ফুরায় অবস্থা, এর উপর ঈদের পর পরই নতুন খড়গ নামে আলুসহ সবধরনের সবজি ও মাছের দামে। এর সাথে এবার নতুন করে যোগ হলো কাঁচামরিচের বাড়তি দাম।

নগরীর চকবাজার ঘুরে দেখা গেছে তাজা বোঁটাযুক্ত কাঁচামরিচ প্রতিকেজি ৩৪০ টাকা এবং অপেক্ষাকৃত একটু বাসি ধরনেরগুলো প্রতিকেজি ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ার কারণে বেশির ভাগ ক্রেতাদের ১০০ গ্রাম কাঁচামরিচ কিনতে দেখা গেছে, যাদের অনেকেই একসাথে আধাকেজি বা এক কেজি মরিচ কিনতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি চাকরিজীবী এ প্রতিবেদককে বলেন, বাজারের হিসাব কোনোভাবেই মিলিয়ে উঠতে পারছি না। আজ একটা সবজির দাম বাড়ল, কাল আরেকটা। মাছের দাম এত বেশি যেন সেদিকে তাকানোই মানা। সবকিছুই নিয়ন্ত্রণহীন।

জানা গেছে, দেশে সবচেয়ে বেশি কাঁচামরিচ উৎপাদন হয় পাবনা, মাগুরা, বগুড়া ও জামালপুর জেলায়। এসব জেলা থেকে চট্টগ্রামের আড়তে কাঁচামরিচ আসে। বৃষ্টির কারণে গাছ মরে যাওয়ায় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ব্যবসায়ীরা সরবরাহ সঙ্কটের অজুহাত দিলেও বাজারভর্তি কাঁচামরিচ। মাত্র ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি ১৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে, যা রীতিমতো বিস্ময়কর বলছেন ক্রেতারা।
এদিকে স্বস্তি নেই সবজির দামেও। গতকাল প্রতিকেজি আলু ৬০ টাকা, দেশীয় জাতের ছোট আলু ১০০ টাকা, করলা ১৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, ঝিঙে ৮০ টাকা, চিচিঙা ৫০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকা, তিত করলা ৯০ টাকা, ঢেড়শ ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুরছড়া ১২০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

মাছের দামে যেন আগুন
এদিকে কোরবানির ঈদের পর পরই যেন আগুন লেগেছে সবধরনের মাছের দামে। বাজারের সবচাইতে সস্তা মাছ হিসেবে পরিচিত লইট্টা মাছের কেজিও এখন ৪০০ টাকা। প্রতিকেজি নাইলোটিকা ২৫০-২৮০ টাকা, কাচকি- ৪৮০ টাকা, লইল্লা (ছোট চিংড়ি) চিংড়ি- ৮০০ টাকা, ডিমওয়ালা ছোট চিংড়ি- ১২০০ টাকা, বাগদা আকার ভেদে ৮০০-১৩০০ টাকা, পাবদা-৫০০ টাকা, রুই, কাতলা ও কালিঘনিয়া আকার ভেদে ৩০০-৪৫০ টাকা, মৃগেল ২৮০-৩৮০, কার্প ২৫০-৩০০ টাকা, বাটা ৭৫০ টাকা, কোরাল ৬৫০-৮০০ টাকা, রূপচাঁদা সাইজ ভেদে ৯০০-১৩০০ টাকা, লাল পোয়া ৫০০ টাকা, ছোট তাইল্লা ৯০০ টাকা, চিরিং ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল