১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছুটি শেষে সচিবালয়ে ঈদের আমেজ

-

ঈদুল আজহার পাঁচ দিন ছুটির পর সরকারি অফিস গতকাল বুধবার খুলেছে। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ছিল কম। ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অফিসে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছাবিনিময় করেছেন। কোনো কোনো মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা একত্রে জড়ো হয়ে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। ফলে সচিবালয়জুড়ে ছিল ঈদের আমেজ। এবার বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করেছেন বলে জানা গেছে।
গত ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদে ১৬, ১৭ ও ১৮ জুন ছুটি ছিল। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। তাই টানা পাঁচ দিনের ছুটির কবলে পড়ে পুরো দেশ।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে সচিবালয়ে উপস্থিত হন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নিজ দফতরে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। ছুটি শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম। যদিও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসন শাখার কর্মকর্তারা বলছেন, প্রথম কর্মদিবসে বেশির ভাগ কর্মচারীই অফিস করছেন, কেউ হছু আসতে দেরি করেছেন।

অফিস খোলার প্রথম দিন বুধবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের সবাই এখনো ফেরেননি। যেসব কক্ষে একাধিক কর্মচারীর বসার ব্যবস্থা রয়েছে, সেখানে অনেক চেয়ার ফাঁকা। ছুটির পর প্রথম দিন কাজের চাপও সেভাবে নেই। অফিসে আসার পর অনেক সহকর্মীদের সাথে কোলাকুলি আর খোশগল্পে সময় কাটাচ্ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রথম কর্মদিবসে তেমন কোনো নির্ধারিত কাজ না থাকায় একটু ঢিলেঢালা মেজাজে সময় পার করা যাচ্ছে। পাস নিয়ে বুধবার দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের সুযোগ থাকলেও এ দিন সকাল থেকে সচিবালয়ে তেমন ভিড় দেখা যায়নি। সচিবালয়ের ভেতরে অন্য দিনের মতো গাড়ির জটও ছিল না।
সচিবালয়ের ৪ নম্বর ভবনের দু’টি ও ৬ নম্বর ভবনের ছয়টি লিফটের সামনেও রোববার ভিড় দেখা যায়নি। অন্য দিনগুলোতে এসব লিফটের সামনে লম্বা লাইন লেগে থাকে।
এবারে কোরবানি ঈদের ছুটি শেষে সরকারি অফিস আগের মতো ৯টা- ৫টা সূচিতে ফিরেছে। সরকারি অফিসের সাথে মিল রেখে এ দিন ব্যাংক লেনদেনের সময়ও বদলেছে।

 


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল

সকল