১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদ ঘিরে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়

-


ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পরিবার-পরিজন নিয়ে হাতিরঝিল, শিশুপার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, আগারগাঁওয়ে বিমানবাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভো থিয়েটারে জড়ো হয়েছেন নগরবাসী।
জাতীয় চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ, নানা ধরনের পাখি ও জলহস্তীসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নগরবাসীর পদচারণায় মুখর ছিল হাতিরঝিল। হাতিরঝিলকে সাজানোর পাশাপাশি নতুন সাজে প্রস্তুত করা হয়েছিল চক্রাকার বাস ও ওয়াটার বোট। এ ছাড়া আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক ও সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘরেও মানুষের ভিড় ছিল লক্ষণীয়।

সরেজমিন দেখা গেছে, ঈদ উপলক্ষে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি যাত্রী পরিবহনের পাশাপাশি ভ্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে। ৩০ মিনিট হাতিরঝিলে ঘুরতে খরচ করতে হচ্ছে জনপ্রতি ৮০ টাকা। হাতিরঝিল ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কাওরানবাজার ও মগবাজারকে সড়ক এবং নৌপথে যুক্ত করেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুরের চিড়িয়াখানায় ভিড় করেন লাখো মানুষ। সপরিবারে বিচিত্র পশুপাখি দেখে ঈদের আনন্দ উপভোগ করেন দর্শনার্থীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রয়েছে। তবে সকালে, ৭টায় চিড়িয়াখানা খোলার অনেক আগে থেকেই ভিড় জমে দর্শনার্থীর।
সকাল থেকে চিড়িয়াখানা ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যা দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগত দর্শনার্থীর একটি বড় অংশ শিশু-কিশোর, যারা এসেছে অভিভাবকের সাথে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে প্রাণীদের সুস্থ রাখতে টিকা দেয়াসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে খোলা হয় বাড়তি টিকিট কাউন্টার।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মো: রফিকুল ইসলাম তালুকদার জানান, প্রতি বছর ঈদের মৌসুমে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পায়। এ বছরও এর ব্যতিক্রম নয়। আমরা আশা করছি আজকের দিনে দর্শনার্থীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন দেশ-বিদেশের ১৩৭ প্রজাতির তিন হাজার ৪০০ পশুপাখি।
ঈদের নতুন সিনেমা দেখতে হলমুখী দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। ছুটির ফাঁকে সিনেমা হলে দর্শক খরা কাটিয়ে নতুন আশা দেখা মিলেছে। মুক্তির পর ঈদের দিন থেকেই রায়হান রাফির তুফানের শো ছিল হাউজফুল। ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে যেভাবে সাড়া পড়েছে এবং মানুষ আবারো হলমুখী হয়েছে তাতে দেশের চলচ্চিত্র আরো এগিয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের।
শিশুদের কোলাহল আর ছোটাছুটিতে মুখরিত শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড। পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে এসেছেন অভিভাবকরা। খোলা আকাশের নিচে বিভিন্ন রাইডে চড়ে শিশুরা। যানজটের শহরে সব সময় শিশুদের নিয়ে বের হওয়া যায় না বলে একসাথে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করছেন না অভিভাবকরা।

 


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল