শিবগঞ্জে আ’লীগ প্রার্থীর লোকজনের হামলায় বাড়িঘর ভাঙচুর, মারধর
- বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা
- ২০ জুন ২০২৪, ০০:৩৫
বগুড়ার শিবগঞ্জে উপজেলা নির্বাচন শেষ হয়েছে সম্প্রতি। তবে থামেনি সহিংসতা। গত সোমবার প্রতিপক্ষের হাতে একজন নিহত, বাড়িঘর ভাঙচুর, মারপিটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে। হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজবর আলী মণ্ডল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত সোমবার ঈদের রাতে উপজেলার দেউলী ইউনিয়নের মেঘাখর্দ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেঘাখর্দ গ্রামের বাসিন্দা আজবর আলী মন্ডলের ছেলে শাকিরুল ইসলাম সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ রিজুর পক্ষে কাজ করেন। কিন্তু তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভোটে হেরে যান। এতে বিজয়ী প্রার্থীর সমর্থক একই গ্রামের বোরহান উদ্দিন তার লোকজন নিয়ে শাকিরুলের লোকজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার ঈদের রাত ৮টার দিকে শাকিরুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায় বোরহান উদ্দিন ও তার লোকজন। একই সাথে দোকানঘর ও বাড়ি ভাঙচুর করে তারা। এ সময় আজবর আলী মণ্ডল, তার ছেলে শাকিরুল ইসলাম, ভাইয়ের স্ত্রী জোসনা বেগম, নাতি তাহসিন ও ভাগিনা মিন্টুকে মারপিট করে গুরুতর আহত করে তারা। আহতদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে জোসনা বেগম ও তাহসিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজবর আলী মণ্ডল অভিযোগ করে বলেন, নিজেদের হাতে থাকা অস্ত্রের আঘাতে বোরহান উদ্দিনের চাচা সালাউদ্দিন আহমেদ ভুতুল আহত হয়ে হাসপাতালে গতকাল বুধবার মারা যান। যার দোষ আমার দুই ছেলে শাকিরুল ও শাফিরুলসহ নিরীহ মানুষদের ওপর চাপানো হচ্ছে। এমনকি ঘটনার সময় যারা উপস্থিত ছিল না তাদের আসামি করা হয়েছে। তাদের ফসল নষ্ট করা হচ্ছে। বর্তমানে আমরা কয়েক দিন যাবৎ তাদের হুমকি-ধমকিতে ঘরছাড়া। আমার মেয়ের বাড়িঘরে লুটপাট করা হয়েছে। ভাতিজা নান্নু মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। আমার মামা নাজিমুদ্দিনের বাড়ি ঘরে ভাঙচুর চালিয়েছে তারা।
এ ব্যাপারে অভিযুক্ত বোরহান উদ্দিন বলেন, তারা আমার চাচাকে হত্যা করেছে। আমার আর এক চাচাও তাদের কারণে মারা গেছে। আমরা সবাই শোকার্ত। আমরা কোনো অন্যায় করিনি।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা