নেত্রকোনায় পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ
বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
নেত্রকোনায় পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক প্রাইভেট টিভি চ্যানেল রূপসীবাংলার (আইপি টিভি) নেত্রকোনা প্রতিনিধি লুৎফর জামান ফকির এ ঘটনার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন। একই সাথে মানবাধিকার কমিশন ও পুলিশের আইজিপি বরাবরও অভিযোগ দাখিল করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা অভিযোগে তিনি জানান, সীমান্ত চোরাচালান নিয়ে তিনি প্রতিবেদন প্রকাশ করায় নেত্রকোনা জেলার এসপি ফয়েজ আহমেদ তার ওপর ক্ষিপ্ত হন। তার বিরুদ্ধে দু’টি মিথ্যা মামলা দিয়ে দুই মাস কারাগারে আটক রাখেন। সেই সাথে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে অমানসিক নির্যাতন করেন।
লুৎফর জামান ফকিরের বিরুদ্ধে দায়ের করা মামলা দু’টি হলো কলমাকান্দা থানা চাঁদাবাজি মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। লিখিত অভিযোগে লুৎফর জামান ফকির বলেন, এক নম্বর মামলার বাদি অলি আহম্মদকে পুলিশ সুপার ফয়েজ আহমেদ ব্যবহার করে মামলা করিয়েছেন। বাদি অলি আহম্মদ সাত বছরের শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দ্বিতীয় মামলাটিও একজন পতিতাকে দিয়ে করিয়েছেন এসপি নেত্রকোনা।
ভুক্তভোগীর অভিযোগ, সীমান্তের চোরাকারবারিদের অবৈধ ব্যবসার প্রমাণসহ নিউজ করায় এসপি ফয়েজ আহাম্মদ ক্ষিপ্ত হয়ে সীমান্ত অবৈধ ব্যবসার লাইনম্যান অলিকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ভাড়া বাসা থেকে নেত্রকোনা ডিবি টিমের এসআই মাজহারুলের নেতৃত্বে তাকে আটক করে নিয়ে যায় নেত্রকোনার এসপি অফিসে। পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে তাকে সারা দিন নির্যাতন করে এবং ইলেকট্রিক শক দেয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারান। সন্ধ্যায় জ্ঞান ফিরলে আদালতে না তুলে কারা হেফাজতে পাঠায়।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, নেত্রকোনা কারা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যার প্রমাণ তার কাছে রয়েছে। এ ব্যাপারে তিনি নেত্রকোনা জেলারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদনও করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা