১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

ভারতীয় নাগরিকসহ নিহত ১২

-

সাতক্ষীরায় একজন ভারতীয় নাগরিকসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শ্যামনগর কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমদ (৪২) ও শাহিন মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল। সকাল ৭টার দিকে ঢাকা থেকে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিশ্বনাথের শ্যামনগর কাজীবাড়ি এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিব্বির আহমদ ও শাহিন মিয়ার মৃত্যু হয়। বিশ্বনাথ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কার্লভাটের কাছে ও বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভোমরা স্থলবন্দরের পার্কিয়ের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ভারতীয় নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বশিরহাট থানার ইটিন্ডা কলবাড়ি গ্রামের হাবিবুল্লাহ মণ্ডলের ছেলে ট্রাকের হেলপার শাহিন মণ্ডল (১৮)। নিহত অপর দু’জন হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে ট্রাকচালক মনিরুল ইসলাম (৩৪) ও দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মুনসুর আলীর ছেলে ট্রাকের হেলপার জুলফিকার আলী (৩৭)। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নিহতের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক নজরুল ইসলাম (৪৮) ও অটোরিকশার যাত্রী জাহানারা বেগম (৫০)। গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন। ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ নয়ন নামে (৫) বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানাবাড়ি। সে রাজবাড়ী সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মোহাম্মদ সুমনের ছেলে। লালমোহন থানার ওসি এস এম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টাঙ্গাইল প্রতিনিধি ও ঘাটাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল সদর উপজেলার কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া এবং কাশতলা গ্রামের জুয়েল। তারা দু’জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। ঘাটাইল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, নিহত দুই আরোহীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, তালায় ডাম্পার ট্রাকের সাথে বালুভর্তি ট্রাকের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দিপঙ্কর সরকার নামের এক শ্রমিকসহ অজ্ঞাত আরো একজন। নিহতরা হলেন- তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৪) ও দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী (৩৭)। বুধবার মধ্যরাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement