বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজলের ইন্তেকাল
- কুমিল্লা প্রতিনিধি
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
কুমিল্লার আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আফজল খান অ্যাডভোকেটের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল আর নেই। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ দিন ধরে তিনি কুমিল্লা মডার্ন হাইস্কুল ও শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাইস্কুলে প্রধান শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এক মেয়ে, দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে নামাজে জানাজা শেষে নগরীর গোবিন্দপুর এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা