১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নড়াইলে ইজিবাইক চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

-

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের ইজিবাইক চালক পলাশ মোল্যাকে (২৫) অপহরণ করে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশ ছাড়াও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- নড়াইলের মাকড়াইল গ্রামের আবুল খায়ের মোল্যার ছেলে আনারুল মোল্যা, পাশের মরিচপাশা গ্রামের মোক্তার সরদারের ছেলে জিনারুল ইসলাম তারা মিয়া এবং আড়পাড়া গ্রামের আবুকার শিকদারের ছেলে নাজমুল শিকদার। রায় ঘোষণার সময় জিনারুল ইসলাম তারা মিয়া আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি আনারুল ও নাজমুল অনুপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৮ সালের ২৩ জুন সকাল ৭টার দিকে নড়াইলের মাকড়াইল গ্রামের আব্দুস সালাম মোল্যার ছেলে পলাশ মোল্যাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আনারুল, জিনারুল এবং নাজমুল। তারা ৪০ হাজার টাকায় ইজিবাইক কিনে দেয়ার প্রলোভনে পলাশকে অপহরণ করে। ২৬ জুন মাগুরা সদর উপজেলার আমুড়িয়া-বাহারবাগ গ্রামের মধ্যবর্তী ধানখোলা মাঠের পাটক্ষেত থেকে অজ্ঞাত হিসেবে একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি মাগুরা পৌর কবরস্থানে দাফন হয়।

এ দিকে, হত্যাকাণ্ডের পর পলাশের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খবর নিয়েও তার সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এর পর ৮ জুলাই পুলিশ কর্তৃক উপস্থাপনকৃত লাশের ছবি, পরিহিত পোশাক এবং অন্যান্য আলামত দেখে পরিবার জানতে পারে ‘অজ্ঞাত লাশটি পলাশ মোল্যার। শ্বাসরোধে হত্যার পর পলাশের লাশ কাদামাটি দিয়ে ঢেকে আলামত নষ্টের অপচেষ্টা চালায় হত্যাকারীরা।
এ ঘটনায় নিহত পলাশের ভাই আহাদ আলী বাদি হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিনজকে ফাঁসির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বলেন, ৩০২ ধারায় হত্যাকাণ্ডের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০১ ধারায় আলামত নষ্টের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অন্য দিকে, ৩৬৪ ধারায় অপহরণের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল