ইরানের প্রেসিডেন্ট রাইসি স্মরণে শোক সভা
- ০৯ জুন ২০২৪, ০০:৫৬
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ্ সাইয়্যেদ ইবরাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের শাহাদাতের প্রেক্ষিতে গতকাল বগুড়ায় এক শোক সভা এবং ফিলিস্তিন মুক্তির আন্দোলনে ইরানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বগুড়ার ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি শাহাবুদ্দিন মাশায়েখী রাদ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু জাফর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এ টি এম রেজাউল হক। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: রমজান আলী আকন্দ এবং বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন মিন্টু। অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী চিনিকলের কৃষি বিভাগের সাবেক মহাব্যবস্থাপক কৃষিবিদ মীর সিদ্দিকুর রহমান, বগুড়ার শিবগঞ্জের দেওলী আলিম মাদরাসার সুপার মাওলানা মোস্তফা কামাল এবং বগুড়ার মদিনাতুল উলুম মাদরাসা মুহতামিম মাওলানা মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন একজন মানবদরদি মানুষ। তিনি কেবল ইরানের জনগণের কাছেই জনপ্রিয় ছিলেন না, তিনি পুরো বিশ্বের মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন, ফিলিস্তিনসহ পুরো বিশ্বের মজলুম মানুষের জন্য কাজ করেছেন। বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ কমিয়ে আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা