মাদককারবারিকে ধরিয়ে দেয়ায় সাভারে নারীকে হত্যা
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৮ জুন ২০২৪, ০২:২৪
সাভারের বিরুলিয়ার মাদক ব্যবসায়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদ মিয়া ও স্বপনের স্ত্রীকে আটক করায় গোয়েন্দা পুলিশের সোর্স সীমা বেগম (৪২) অপহরণের পর হত্যা করে লাশ মাটিচাপা দেয়া হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে সাভার পৌর এলাকার ইমান্দিপুরের এক মাদক কারবারিকে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। তার আগে গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা ডিবি (উত্তর) তাকে আটক করে। নিহত সীমা বেগমের লাশ সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকার মাদক ব্যবসায়ী স্বপনের বাড়ির পাশ থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২ জুন নিখোঁজ বা অপহৃত হন সীমা বেগম। নিহত সীমা বেগম মাদারীপুর জেলার শিবচর থানার মুন্সীকাদিরপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম জাহাঙ্গীর খান।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্য মতে, বিরুলিয়ার ওই এলাকা থেকে সীমা বেগমের লাশ উদ্ধার করেন। নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, গত ১৩ মে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকসহ স্বপনের স্ত্রী পপিকে ও যুবলীগ নেতা হামিদকে আটক করে পুলিশ। এ সময় স্বপন পালিয়ে যায়। এর কিছু দিন পর তার ‘মা তাকে ফোন দিয়ে বলেন, স্বপন লোকজন ঠিক করেছে তার মাকে মারার জন্য। এর দুই দিন পর থেকেই সীমা বেগম অপহৃত হন। পরে বৃহস্পতিবার স্বপনের বাড়ির পাশ থেকে তার মায়ের লাশ উদ্ধার করল পুলিশ। তিনি আরো বলেন, ডিবির অভিযানে তার মা নাকি সহযোগিতা করেছিলেন। ডিবি নাকি তার মায়ের কাছে স্বপনের বাড়ি কোথায় জানতে চেয়েছিল। তার মা স্বপনের বাড়ি পুলিশকে দেখিয়ে দিয়েছিল। স্বপন, রেজাউল, সাইফুল ও কয়েকজন মিলে তার মাকে হত্যা করে মাটিচাপা দেয় বলে জানান নিহতের মেয়ে তানিয়া। এ দিকে আটককৃত বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল হামিদকে মাদকসহ আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে পরবর্তীতে বহিষ্কার করা হয়।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত সাইফুল ইসলামকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান পরিচালনা চলছে।
উল্লেখ্য, গত ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকা থেকে বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হামিদ মিয়া ও স্থানীয় মাদক ব্যবসায়ী স্বপনের স্ত্রী পপি আক্তারকে (২০) আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা এখনো জেল হাজতে রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা