দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : গোলাম পরওয়ার
- খুলনা ব্যুরো
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সব প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর ঐতিহ্য। জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আর একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল সে অধিকার ও প্রাপ্য নিশ্চিত হয়। আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন, নেতাকর্মীরা তা নিয়েই ছুটে যাচ্ছেন দুর্গতদের দ্বারে দ্বারে। দ্বীনি সংগঠন হিসেবে ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে জামায়াত কাজ করে যাচ্ছে। গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের জালিয়াখালী, আখড়া ও চাদগড়ে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর এবং তাদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা মোকতার হুসাইন, মাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলার মাওলানা আবু ইউছুফ, মাওলানা ফরহাদ আলী মাহমুদ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আব্দুল হান্নান সরদার, আব্দুল হাকিম, হারুন অর রশীদ, মাস্টার আব্দুর রব, আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার বলেন, আমি আপনাদের এলাকার এমপি থাকাকালীন প্রতিটি দুর্গত পরিবারের মধ্যে পর্যাপ্ত রিলিফ পৌঁছে দিলেও এখন রিলিফ যা আসে তার বেশির ভাগই লুটপাট করা হয়। দীর্ঘসময় কারান্তরীণ থাকায় আপনাদের খেদমত করতে পারিনি। আপনাদের কাছে আসতে না পারলেও আপনাদের জন্য দোয়া করেছি। এতকিছুর পরও আজ আপনাদের সাথে দেখা করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা