মানিকগঞ্জ ও খুলনায় ছুরিকাঘাতে নিহত ২
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক বৃদ্ধ এবং খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশ্যে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে জিন্নত আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করছে পরিবার।
এর আগে মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী পশ্চিমপাড়া গ্রামে প্রতিবেশী আজাহারের ছেলে বাবুল প্রকাশ্যে জিন্নত আলীকে ছুরিকাঘাত করেন। এরপর এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়। নিহত জিন্নত ওই গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে ও তিন সন্তানের জনক।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবেশী মাদকাসক্ত বাবুল শেখ প্রায় দুই মাস আগে তার বাবার কাছে মাদকদ্রব্য কেনার টাকা চায়। এ নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগে । এ সময় প্রতিবেশী জিন্নত আলী আজাহারকে টাকা দিতে নিষেধ করে বাবুলকে শাসন করেন। এ ঘটনার জের ধরে ঘাতক বাবুল বাড়ির পাশের রুবেলের দোকানের সামনে জিন্নত আলীকে পেয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় দোকানদার রুবেলসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই বাবুল ও তার পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে।
খুলনা ব্যুরো জানায়, শাওন তালুকদার (২৪) নামে খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শহরের জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শাওন জোড়াগেটে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মঈনের দোকানের সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। শাওনের বুকের বাঁ পাশে তিন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শাওনকে হত্যার বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা