১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

৫ জেলায় ৯ জন নিহত

-

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে তিনজন, টাঙ্গাইলে দুইজন, নীলফামারীতে একজন, চট্টগ্রামে দুইজন ও জামালপুরে একজনসহ ৯ জন নিহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত এবং এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ ও গাছা থানা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের সেকদী পাঁচগাঁও এলাকার মফিজ তফাদারের দুই ছেলে আহসান হাবিব তপাদার (২৮) ও ইজিবাইকচালক মেহেদী হাসান তপাদার (২৫) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটলাল এলাকার মোহাম্মদ জুয়েলের ছেলে বিআরটি প্রকল্পের কর্মী মোহাম্মদ নোহাদ (১৯)।
কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের নলাছাটা এলাকায় টঙ্গীগামী যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জগামী একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মেহেদী হাসান তপাদার নিহত হন। এ ঘটনায় ইজিবাইক আরোহী নিহত মেহেদীর বড় ভাই আহসান হাবিব ও রুমানা আফরোজ (২৮) আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ দিকে একই দিন বাবার সামনে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছেলে নোহাদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাবার সাথে বিআরটি প্রকল্পের চৌরাস্তা এলাকার কাজে যোগ দিতে যাওয়ার সময় গাছা থানাধীন হারিকেন ফ্যাক্টরি (ডেগের চালা রোডের মাথায়) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন গাছা থানার ওসি জিয়াউল ইসলাম।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত মধ্যরাতে কালিহাতীর আনালিয়াবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে পিকআপ চালক শিপন আলী (৪০) ও বাগেরহাটের কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে হেলপার মুহাম্মদ আসলাম (৫৫)। এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাত দেড়টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ডিম বোঝাই একটি পিকআপ আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা ময়দানের পাড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সুফিয়া বেগম (৫০) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক স্বামী আবদুল হাই আহত হন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে। নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষিকা। নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে স্কুটি আরোহীর সাথে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম আইন কলেজের ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাক্কানী পেট্রলপাম্পসংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকবর শাহ থানার বিশ্ব কলোনি এম ব্লকের জামাল উল্লাহর ছেলে মেহেদী হাসান আরিফ (২৮) এবং একই এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে শারমিন আক্তার (২২)। শারমিন আক্তার চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, নিহত মেহেদী ও শারমিন দুজনেই বন্ধু। স্কুটিতে করে আকবর শাহ থেকে কোর্ট বিল্ডিং যাচ্ছিলেন তারা। এ সময় একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের বকশিগঞ্জের রামরামপুর এলাকায় ভটভটি গাড়ি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে বাপ্পি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পি মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার মালিবাগ মহল্লার ভাঙ্গারি ব্যবসায়ী তাঁরা মিয়ার ছেলে। বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন, এ ঘটনায় বকশিগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল