১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাঙ্গাইলে গ্যাস বিস্ফোরণে লণ্ডভণ্ড আ’লীগ কার্যালয়

-

টাঙ্গাইলে তিতাস গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণ হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। শহরের প্রধান সড়কে অবস্থিত এ কার্যালয়ের এসি, কম্পিউটার, ফ্যানসহ নষ্ট হয়ে গেছে অধিকাংশ আসবাবপত্র। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি দোকান ও ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার (৫ জুন) মধ্যরাতে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম জানান, শহরের মেইন রোডে রাস্তা ও ড্রেনের কাজ চলমান রয়েছে। ঠিকাদারের অসচেতনার কারণে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের প্রধান পাইপ ফেটে গ্যাস মেইন রোডে ছড়িয়ে পড়ে। গ্যাস প্রচণ্ড বেগে আওয়ামী লীগ অফিসের দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে গ্যাসের চাপে পাঁচটি এসি, ১৬টি ফ্যান, দুটি কম্পিউটার, চেয়ার-টেবিল ও আলমারিসহ অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর দায় সংশ্লিষ্ট ঠিকাদারকেই নিতে হবে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমেন বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঠিকাদারের ত্রুটি আছে কি না সেটা তদন্ত হবে। ত্রুটি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম বলেন, গ্যাস লাইনের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস এবং আমাদের টীম ঘটনাস্থলে পৌঁছে লাইন বন্ধ করে দেয়। এ বিষয়ে ডিসি অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল