১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদের পর আগের সূচিতে চলবে সরকারি অফিস

-

- শাহবাগ থানা ভবন যাচ্ছে সাকুরা রেস্তোরাঁর পেছনে
- ড্রেজিং নীতিমালা ২ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ
- ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। ঈদুল আজহার পর নতুন সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এখন সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যদিও ২০২২ সালের ২৪ আগস্টের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতেন। এখন আগের সময়েই ফিরল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন অফিস সময় পরিবর্তন হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা আনা হয়েছে। ২০২২ সালে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। সোমবার মন্ত্রিসভা আলোচনা করে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুমোদন করেছে। তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। রোববার থেকে বৃহস্পতিবার মাঝখানে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
অফিসের সময়সূচিতে কেন পরিবর্তন আনা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, এটাই তো স্বাভাবিক। ৯টা থেকে ৫টা আট ঘণ্টা কাজ করব আমরা। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করব আমরা, আগে আমরা ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটা একটা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা আবার মূল অবস্থানে চলে এলাম। এটি ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকে কার্যকর হবে।
আগে সরকারি কর্মীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতেন। জ্বালানি সঙ্কটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয় করতে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে।

দুই মাসেরও বেশি সময় সকাল ৮টা-বিকেল ৩টা সূচিতে অফিস চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছিল।
শাহবাগ থানা ভবন যাচ্ছে সাকুরা রেস্তোরাঁর পেছনে : সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে শাহবাগ মোড়ে থাকা শাহবাগ থানা স্থানান্তর করা হচ্ছে। স্থানান্তর করে থানা ভবনটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত দিকে, সাকুরা রেস্তোরাঁর পেছনে নেয়া হচ্ছে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়, প্রথম সংশোধিত) প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা স্থানান্তরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে ওখানে যে থানাটা আছে, সেটা স্থানান্তর করার দরকার ছিল। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, থানাটা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টাপাশে সাকুরার পেছনে যে জায়গাটা রয়েছে, সেখানে যাবে।
ড্রেজিং নীতিমালা : ২ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ : ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা ২০২৪-এর নৌপরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়কে সমন্বয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে এই নীতিমালাটি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে মন্ত্রিসভা সমন্বয়ের নির্দেশনা দেয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই নীতিমালার উদ্যোক্তা ছিল পানিসম্পদ মন্ত্রণালয়। এখানে মূলত আমরা যে ড্রেজিংগুলো করি, সেই ড্রেজিং করায় তিনটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যে ম্যাটেরিয়াল আছে সেটি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেটি নিয়েই তারা নীতি নিয়ে এসেছে।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় যেহেতু ড্রেজিং করে, একই ধরনের একটি নীতিমালা তাদেরও আছে। তখন মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে, ওই নীতিমালার সাথে এটি সমন্বয় করে যেন পরবর্তী সময় নিয়ে আসে। তারপর তারা অনুমোদন করবেন।
ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন অফিসিয়াল পাসপোর্টধারীরা : ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মঙ্গোলিয়া যেতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন বলেন, সুরক্ষা ও সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছিল। ২৯টি দেশের সাথে এ রকম চুক্তি আছে। এটি নিয়ে আজকে ৩০টি হলো। যারা ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টের অধিকারী হবেন তারা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন।
২ দেশের সাথে দ্বৈত কর আরোপ পরিহারে চুক্তি অনুসমর্থন : নেদারল্যান্ডস ও মরিশাসের সাথে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে হওয়া চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত সংশোধিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিভিন্ন দেশের সাথে যাতে দ্বৈত কর পরিহার করা হয়, সেজন্য আমাদের চুক্তি সই করতে হয়। এটি স্বাক্ষরের পর সেটি অনুসমর্থন করতে হয়। এটি গত ২৮ ফেব্রুয়ারি অনুমোদন দেয়া হয়েছিল। গত ১২ মার্চ সই করা হয়েছিল, আজ (গতকাল) অনুসমর্থন করা হলো।

এছাড়া বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত সংশোধিত প্রটোকল অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জাতীয় জীবনিরাপত্তা নীতি মন্ত্রিসভায় অনুমোদন : জাতীয় জীবনিরাপত্তা নীতি-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন বলেন, জাতীয় জীবনিরাপত্তা নীতি-২০২৪ এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটির উদ্যোক্তা মন্ত্রণালয় ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমাদের একটি আইন আছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং এর আওতায় বাংলাদেশ জীবনিরাপত্তা বিধিমালা রয়েছে। কিন্তু একটি নীতিমালার অভাবে বিভিন্ন ফোরামে আমাদের বলা হচ্ছিল, এজন্য নীতিমালা করা হয়েছে।
জাতীয় জীবনিরাপত্তা নীতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, এখন অনেক রিসার্চ হচ্ছে। রিসার্চ যেন নিরাপদ হয়, যাতে রেগুলেট করতে পারি সে জন্য এটি করা হয়েছে। কোনো একটি ভ্যারাইটি সরাসরি বাজারে আসতে পারবে না। সরকারের অনুমোদন লাগবে। সরকারের অনুমোদন ছাড়া বাজারে আসতে পারবে না। পরিবেশের জন্য ক্ষতিকর কি না সেটি আগে ভ্যারিফায়েড হবে, পরিবেশ মন্ত্রণালয় এটি করবে।


আরো সংবাদ



premium cement
কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ উত্তরাঞ্চলজুড়ে তীব্র ঠান্ডা

সকল