১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

৫ জেলায় ৮ জন নিহত

-

মৌলভীবাজার, ফরিদপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে অননুমোদিতভাবে বালু পরিবহনে নিয়োজিত একটি ট্রলির চাপায় অলফাত মোল্লা (৬৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক অলফাত মোল্যা বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরে সড়কে অননুমোদিতভাবে এসব অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদাতা জানান, ঝিনাইদহের শৈলকূপার বিষ্ণুপুর গ্রামে সোমবার দুপুরে গাড়াগঞ্জ-বিএলকি বাজার সড়কে মীর শাহাবুদ্দিনের বাড়ির সামনে করিমন উল্টে করিমন চালক এনামুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত এনামুল হোসেন একই উপজেলার যুগীপাড়া গ্রামের মুকা আলীর ছেলে। এ সময় করিমনে বসে থাকা মাসুম হোসেন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সোমবার কাভার্ডভ্যান-সিএনজি চালিত অটো-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে অটো-সিএনজির চালক আমিনুল ইসলাম (৫০) ও একই উপজেলার ছোট আনুলিয়া এলাকার মাইনুদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬)। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও অটো-সিএনজি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কেশবপুর গ্রামে মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, কোনো অনুমোদন ছিল না। এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত বলব বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, শিশু সামিউল খেলছিল। এ সময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলামের মৃত্যু হয়
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে ও ওপর দুই যাত্রী হাসপাতালে মারা যান। এ ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটল। রোববার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা-বাগানের বাসিন্দা দীনবন্ধু মুন্ডা (৫৫) ও তার ছেলে পূজন মুণ্ডা (৩৫) এবং দীনবন্ধুর বড় ভাই রবীন্দ্র মুণ্ডা (৬০)। এ ঘটনায় গাড়ির চালক ও ওই পরিবারের দুই সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: জাকির হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই পূজন মুণ্ডার মৃত্যু হয়। মৌলভীবাজারের হাসপাতালে নেয়ার পথে রবীন্দ্র মুণ্ডা এবং সিলেটে নেয়ার পথে দীনবন্ধু মুণ্ডার মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement

সকল