বেনজীরকে সপরিবারে দেশত্যাগের সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী : রিজভী
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ জুন ২০২৪, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীরা সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সপরিবারে দেশত্যাগের সুযোগ দিয়েছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষকে জিম্মি করে বেনজীরকে সম্পদের পাহাড় গড়ার সুযোগ দিয়েছে এই সরকার।’
গতকাল রোববার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেনজীর বিদেশে গেছেন কি না তা রহস্য ঘেরা। তিনি কোথায়, আটলান্টিকে তেলাপিয়া মাছ ধরছেন কি না স্বরাষ্ট্রমন্ত্রী তা ভালো বলতে পারবেন। ভারতে ক্ষমতাসীন দলের এমপি খুন হয়েছেন তা-ও রহস্য ঘেরা।’
তিনি বলেন, ‘শহীদ জিয়া এমন একজন মানুষ ছিলেন তার যে সততা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা ছিল, তা ছিল অতুলনীয়। তিনি শুধু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত একজন অসাধারণ মানুষ। তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন না। খন্দকার মোশতাক ক্ষমতা দখল করে বঙ্গভবন থেকে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে দিয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তার ছবি বঙ্গভবনে টাঙিয়ে ছিলেন।’
শেখ হাসিনাকে চরম প্রতিহিংসাপরায়ণ নেত্রী উল্লেখ করে রিজভী বলেন, ‘তিনি শহীদ জিয়ার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছেন। নানা চক্রান্ত করে দেশী-বিদেশী যড়যন্ত্রেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। বাপের ব্যর্থতা ঢাকতে শেখ হাসিনা প্রতিদিন গুম-খুন অব্যাহত রেখেছেন।’ উপজলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওয়াদুদ মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, এমরামুজ্জান বিপ্লব, সালা উদ্দিন শিশির, শেখ শামীম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বকুল, যুবদল নেতা ওমর ফারুক কায়সার, জাকির হোসেন প্রমুখ।
মুখোশধারী দল ও নেতাদের চরিত্র জনগণের সামনে তুলের ধরুন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে যারা সহ্য করতে পারেনি তারা বিএনপিকেও সহ্য করতে পারে না। এসব মুখোশধারী দল ও নেতাদের চিহ্নিত করে জনগণের মধ্যে তাদের চরিত্র তুলে ধরার জন্য তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল দুপুরে কুমিল্লার হোমনায় বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন। সাবেক মন্ত্রীও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহর। সদস্যসচিব মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন দলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান সরকার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়াসহ হোমনা পৌর বিএনপি, উপজেলা বিএনপি, অঙ্গ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভামঞ্চে আসন গ্রহণের আগে রুহুল কবির রিজভী নেতৃবৃন্দ মরহুম এমকে আনোয়ার এর কবর জিয়ারত করেন। এছাড়া তিনি মেঘনায় দলীয় আয়োজনে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা