কফিন আকৃতির চেয়ার
- নয়া দিগন্ত ডেস্ক
- ০২ জুন ২০২৪, ০১:২৭
করপোরেট সংস্থায় চাকরিরতদের জন্য কফিন আকৃতির চেয়ার তৈরি করেছে এক সংস্থা। সাধারণত কফিনে দেহ শায়িত করা হয়। আর এই চেয়ারে বসে থাকা যাবে।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ‘আইডিড টিম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই চেয়ারের নকশা। বিবরণে চিনা ভাষায় লেখা হয়েছে ‘কফিন অফিস চেয়ার।’ কেন এই নাম? তার ব্যাখ্যা দিয়ে লেখা হয়েছে, ‘কফিন মানে কফিন। মৃত্যু শয্যা। এর অর্থ তুমি এমন চাকরি কর যেখানে আর এগোনোর কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যৎ নেই। যে চেয়ারে তুমি বসতে চাও না। কিন্তু তোমাকে বসতেই হয়।’
চেয়ারের ওই নকশা সমাজ মাধ্যমে পোস্ট হতেই বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে। যারা করপোরেট সংস্থার এই ধরনের কাজ করেন, তাদের অনেকেই এই চেয়ারের ছবি দেখে বলেছেন, এই চেয়ার প্রকৃত অর্থেই কর্মীদের উপর চাপ সৃষ্টি করা করপোরেট কর্তৃপক্ষের মুখের মতো জবাব। যিনি এই চেয়ারের আবিষ্কার করেছেন, তাকে নোবেল পুরষ্কার দেয়া উচিত।
দুষ্ট লোকেরা অবশ্য বলেছে, এই চেয়ার শিরদাঁড়াজনিত রোগের সম্ভাবনাও কমিয়ে দেবে। যা সাধারণত দীর্ঘক্ষণ চেয়ারে বসার ক্ষতিকর দিক। সেক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেও এই চেয়ার অফিসে রাখার ব্যবস্থা করা উচিত করপোরেট কর্তৃপক্ষের। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা