১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘুষের মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প

-


যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প; তার বিরুদ্ধে ওঠা সব ক’টি অভিযোগে জুরিরা তার দায় দেখতে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থী, যিনি প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ট্রাম্পকে আলোচিত এ মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন।
রায় দেয়ার জন্য সর্বসম্মতির প্রয়োজন ছিল। এ মামলায় এখন ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে; যদিও অনেকে এমন ক্ষেত্রে আরো কম মেয়াদে সাজা, জরিমানা ও নিষেধাজ্ঞা পেয়েছেন। এখন আগামী ১১ জুলাই এ অপরাধের জন্য ট্রাম্পের সাজার রায় ঘোষণার তারিখ ঠিক করেন বিচারপতি জুয়ান মার্চেন। এর তিন দিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন, যেখান থেকে ট্রাম্পকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা। দোষী সাব্যস্ত করার রায় ঘোষণার সময় ট্রাম্প নিরাসক্তভাবে জুরিদের দেখছিলেন।
মার্চেন জুরিদের রায় দেয়ার জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ‘আপনারা কিছু করতে না চাইলে কেউ আপনাদের কেউ কিছু করতে বাধ্য করতে পারত না। পছন্দ আপনাদেরই।’ নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের জন্য এ রায় বড় ধরনের ধাক্কা হয়ে এলো। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হটিয়ে আবার হোয়াইট হাউজে যেতে নির্বাচনী লড়াইয়ের আগে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঐতিহাসিক এ মামলায় হেরে গেলেন। তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ৭৭ বছর বয়সী ট্রাম্প, যিনি নানা ঘটনার জন্ম দিয়ে দীর্ঘদিন থেকে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ঘুষ দিয়েছিলেন।

ছয় সপ্তাহ ধরে চলা ট্রাম্পের বিচার শেষে মঙ্গলবার সমাপনী যুক্তিতর্কের পর রায় জানাতে আলোচনায় বসেন ১২ জুরি। দু’দিন আলোচনার পর রায় দেন তারা। মামলার ৩৪টি অভিযোগ নিয়ে ১২ জন জুরি, খানিকটা ‘উত্তেজিত’ একজন বিচারক এবং একদল সাক্ষী ছয় সপ্তাহ ধরে যুক্তিতর্ক চালিয়েছেন। এর আগে বিচারপতি জুয়ান মার্চেন রায় দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় এবং আইন জুরিদেরকে মাথায় রাখতে হবে সেগুলো সম্পর্কে তাদের নির্দেশনা দেন। প্রতিটি ক্ষেত্রেই জুরিদের রায় সর্বসম্মত হতে হবে বলে তিনি তাদের জানান।
এর আগে জুরিরা ছয় সপ্তাহ ধরে ২২ জন সাক্ষীর সাক্ষ্য শুনেছেন। কয়েক ডজন প্রমাণ পেয়েছেন এবং মঙ্গলবার তারা ট্রাম্পের আইনজীবী ও কৌঁসুলিদের প্রায় ১১ ঘণ্টার সমাপনী যুক্তিতর্ক শুনেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সাথে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
তা ছাড়া এই অর্থ দেয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে। ড্যানিয়েলসের দাবি, তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে চুপ থাকতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের সে সময়ের আইনজীবী। অবশ্য ড্যানিয়েলসের সাথে যৌন সম্পর্কের খবর ২০১৮ সালে ছড়ানোর পর থেকেই ট্রাম্প সেটি অস্বীকার করে আসছেন।
আর যৌন সম্পর্কের ব্যাপারে ড্যানিয়েলস আদালতে যে প্রমাণ হাজির করেছেন, সেটিই ট্রাম্পের আপিলের একটি কারণ হতে পারে। ট্রাম্পের বিচারের শেষ যুক্তিতর্কে মঙ্গলবার তাকে নির্দোষ জাহির করে ১২ জুরিকে প্রভাবিত করার চেষ্টা নেন তার আইনজীবী। তিনি জুরিদেরকে বোঝানোর চেষ্টা করেন যে, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের প্রচার নির্বিঘœ রাখতে পর্ন তারকাকে অর্থ দেয়ার বিষয়টি লুকাননি। তা ছাড়া কৌঁসুলিদের আনা প্রধান সাক্ষীদের বিশ্বাস যোগ্যতা নিয়ে সন্দেহ জাগিয়েও আদালতের রায় ট্রাম্পের পক্ষে আনার চেষ্টা করেছেন তার আইনজীবীরা।


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল