একাদশে ভর্তিচ্ছুকের টাকা কাটলেও আবেদন সাবমিট হচ্ছে না
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ মে ২০২৪, ০০:৫১
একাদশে ভর্তিচ্ছু শিক্ষর্থীদের ভর্তির আবেদনে জমা দেয়ার সার্ভারে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। একজন ভর্তিচ্ছুকে আবেদন সফল করতে হলে অবশ্যই আগে পেমেন্ট করতে হয়। সে ক্ষেত্রে ভর্তিচ্ছুদের পেমেন্ট সফল দেখানোর পরেও আবেদন করা যাচ্ছে না। গতকাল বুধবার বিকেল পর্যন্ত আবেদনের সফটওয়্যারে এমন ত্রুটির কথাই জানিয়েছেন অসংখ্য ভর্তিচ্ছু। এ ব্যাপারে সফটওয়্যার কর্তৃপক্ষও অপেক্ষা করতে একটি বার্তা দিয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘পেমেন্ট গেটওয়ে পেমেন্ট সফল দেখানো সত্ত্বেও যদি আবেদনের পোর্টালে আবেদন করা সম্ভব না হয় তাহলে দয়া করে অপেক্ষা করুন।’
গেটয়েতে কারিগরি সমস্যার কারণে পেমেন্টের তথ্য আবেদনের পোর্টালে আসতে দেরি হচ্ছে। অবশ্য এর আগে আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি ২৮ মে সকালে সমাধান করা হয়েছে। এর আগে কেন্দ্রীয়ভাবে অনলাইনে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল গত রোববার সকালে। কিন্তু ভর্তিচ্ছুরা অনেক চেষ্টা করেও কিছুতেই আবেদন সম্পন্ন করতে পারছিলেন না। তাদের প্রক্রিয়া আটকে যাচ্ছিল লিঙ্গ সংক্রান্ত মেন্যুতে।
এ কাজের ঠিকাদার বুয়েটের সিএসই বিভাগ তখন জানিয়েছিল, সফটওয়্যারের জটিলতা কাটানোর চেষ্টা চলছে। সন্ধ্যা ৬টার পর সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু রোববার সন্ধ্যা নয়, প্রায় দেড় দিন পর গত সোমবার বিকেলে লিঙ্গ সংক্রান্ত মেন্যুটিই বাদ দিয়ে সার্ভার সচল করা সম্ভব হয়। তবে প্রোফাইল খোলার পর লিঙ্গ পরিচয়ের সুযোগ রাখা হয়েছে। এ দিকে সার্ভারে নতুন করে সমস্যা দেখার পর গতকাল সংস্থাটি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সমস্যারও সমাধান হয়ে যাবে। এ বিষয়ে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান বুয়েটের সিএসই বিভাগের বিশেষজ্ঞ টিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা