১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘নৈতিক মূল্যবোধ শূন্য শিক্ষাঙ্গন চাই না’

-

বর্তমানে বাংলাদেশের শিক্ষাঙ্গনে নৈতিক মূল্যবোধের অবক্ষয় চলছে। এভাবে চলতে থাকলে জাতির মেরুদণ্ড ভেঙে পড়বে। ভবিষ্যৎ প্রজন্ম জড়বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠবে। আমরা নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাঙ্গন চাই না। অবিলম্বে বর্তমান শিক্ষাব্যবস্থা বাতিল করে নৈতিকতা সম্পন্ন শিক্ষাঙ্গন চাই।
গতকাল সোমবার সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বক্তারা উপরিউক্ত অভিমত ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি। নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন সাদেক রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রুহুল আমীন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক ড. সাইফুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব খায়ের উদ্দিন। সেমিনারের সঞ্চালক ছিলেন সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদ।
সেমিনারে বক্তারা বলেন, সরকারের শিক্ষানীতির কারণে এখন আর শিক্ষার্থীরা পড়াশোনা করছে না। ছাত্ররা আর জ্ঞানার্জন করতে চায় না। নৈতিক মূল্যবোধ না শিখিয়ে আমরা শিক্ষার্থীদের যতই জ্ঞান, যুক্তি, প্রযুক্তি শিখাই তা কোনো কাজে আসবে না যদি না যোগ্য ও সক্ষমতা বাড়ানোর চেষ্টা না করি। বক্তারা বলেন, নতুন শিক্ষানীতিতে শিক্ষার্থীদের সালামের বদলে গুডমনিং, গুড আফটারনুন শেখানো হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কিছু লোক সমকামিতা আমদানি করতে চাচ্ছে। ফলে শিক্ষায় শরীফ-শরীফার গল্প পাঠ্য করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement