১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করব : গোলাম পরওয়ার

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে সহায়তার চেক বিতরণ করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী এমন একটি দল, যারা মানুষের কল্যাণে সব সময় কাজ করে, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের নিপীড়িত মানুষের হক ফিরিয়ে দিতে চায়। আমিরে জামায়াতসহ নেতারা প্রায় সকলে জেলে গেছেন। জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমরা জীবন দিয়ে হলেও এদেশে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, অসৎ কর্ম ও দুর্নীতির কারণে গোটা দেশ একটি ক্রান্তিকালীন সময় পার করছে। এ সমস্ত দুর্নীতিবাজ ও সমাজবিরোধীদেরকে প্রত্যাখ্যান করতে হবে। সব প্রাকৃতিক দুর্যোগে-দুর্বিপাকে জামায়াত ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। রাসূল সা:-এর সুন্নাহ হচ্ছে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
গতকাল শনিবার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারে নগদ অর্থ বণ্টন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে নগদ ১ লক্ষ টাকা ও আহত একজনকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ, জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সারওয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির হাফেজ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মহারাজপুর ইউনিয়ন আমির মাওলানা আবু তাহের, কয়রা ইউনিয়ন আমির মিজানুর রহমান মিজান, বাগালি ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম, মো: শাহাবুদ্দীন, মাকসুদুর রহমান রকি ও মাওলানা মুস্তাকিম বিল্লাহ।
প্রসঙ্গত, গত ১৮ মে গোপালগঞ্জের মকসুদপুর থেকে বোরোধান কাটার কাজশেষে বাড়ি ফেরার পথে তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি সরদারবাড়ি বটতলা এলাকায় ধানবোঝাই ট্রাক উল্টে খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) এবং মদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) নিহত ও ১০ জন আহত হন।

আশুলিয়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার আশুলিয়ায় একটি রেস্টুরেন্টে বৈঠকের সময় আটক জামায়াতে ইসলামীর ২২ নেতাকর্মীকে গত বছরের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল বাশার (৪৩), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওয়া গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আব্দুল কাদের (৬০), একই জেলার নাগরপুর থানার পাকুটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪২), রাজবাড়ীর পাংশা থানার বাগমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৪৫), নাটোরের বাগাতিপাড়া থানার লুৎফর রহমানের ছেলে আশিকুর রহমান (৪০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাসাড়া গ্রামের বাবুলের ছেলে আনোয়ার (২৯), একই জেলার মতলব উত্তর থানার সিকিরচড় গ্রামের মৃত আরশাদ মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৫৩), জামালপুরের মেলান্দহ থানার ঢালুখাবাড়ি চরপাড়ার নাজিমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার শিলদাহ গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩৩), একই জেলার চৌহালী থানার চৌবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদ হাসান (৪১), ঢাকার আশুলিয়া থানাধীন নয়ারহাটের ঘুঘুদিয়া এলাকার আলী আকবরের ছেলে আরমান হোসেন (৩৭), একই জেলা ও থানার পলাশবাড়ি বটতলা এলাকার আবু জাফরের ছেলে মানিক (৩৪), মাদারীপুরের শিবচর থানার সন্যাসীরচর এলাকার আব্দুল মান্নান খানের ছেলে জলিল খান (৪২), লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কান্দিরপাড় গ্রামের মো: মুসলিমের ছেলে সোহেল রানা (২৮), একই জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে তৈয়ব উল্লাহ (৪৭), বগুড়ার ধুনট থানার বড়মোগাচর গ্রামের আব্দুল কাশেমের ছেলে আব্দুল করিম (২৯), নীলফামারীর ডোমার থানার উত্তর আমবাড়ি গ্রামের দারাজ উদ্দিনের ছেলে নুরনবী (৩৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উরাগাছা গ্রামের মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে মোজাম্মেল হক (৪০), দিনাজপুরের কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মিরাজ হোসেন (৩৪), বরিশালের মুলাদি থানার চরপদ্মা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: হাসান (৩৫), বরিশাল সদর উপজেলার চরকালামতি এলাকার আব্দুল মালেকের ছেল জসিমউদ্দীন (৪০) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার দিকবাড়ী গ্রামের মো: গুলজার রহমানের ছেলে ফিরোজ কবীর (৩৫)।


আরো সংবাদ



premium cement