১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত-পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ

-

দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্দু প্রদেশে গত শুক্রবার তাপমাত্র ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিন্ধুর মহেঞ্জো দারো ছিল সবচেয়ে উষ্ণতম স্থান। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর জ্যাকোবাবাদ ও খয়েরপুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। দেশটির অন্তত ২৬ জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশটিতে এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়েছে। রয়টার্স।
ভারত ও পাকিস্তানে হিটস্ট্রোকে গত কয়েকদিনে অন্তত ১থ১ জনের মৃত্যু হয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজস্থানে হিটস্ট্রোকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভারতের পাঞ্জাব ও হরিয়ানা প্রেদেশেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এই তিন প্রদেশে তীব্র গরমের সাথে দেখা দিয়েছে বিদ্যুৎ ও পানির সঙ্কট। শুক্রবার রাজস্থানের পালোধি শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এ বছর মরুভূমির এই শহরটিতেই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 


আরো সংবাদ



premium cement