দেশীয় অস্ত্র হাতে শিশু!
- মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ)
- ২৫ মে ২০২৪, ০২:০৪
সংঘর্ষ আর হানাহানিতে বিভিন্ন সময় ব্যবহৃত দেশীয় অস্ত্রের অন্যতম হলো ধারালো রামদা। তবে ছোট্ট কোনো শিশু সেসব অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে সামনের দিকে। আবার কেউ দেশীয় এই অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য বিরল। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়া এমন ছবি শৈলকুপার বলে প্রচার চলছে। শৈলকুপায় গত বৃহস্পতিবার দুপুর থেকে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এই ছবি দু’টি। এতে একটি শিশু রামদা হাতে সামনে ছুটে চলছে, আরেক শিশু রামদা হাতে দাঁড়িয়ে আছে- এমন দৃশ্য দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় অবুঝ শিশুর হাতে ধারালো অস্ত্রের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। ছবি দেখে তারা শৈলকুপার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ আর শঙ্কা প্রকাশ করছে, শেয়ার করছে, কমেন্ট করছে। ফেসবুকের হোম বা স্ক্রলের সময় দেখামাত্র ইউজাররা লাইক, কমেন্ট করছে যা ভাইরাল হয়ে পড়েছে । সারা দেশে ছড়িয়ে পড়ছে ছবি দু’টি, অনেকে রিল বানাচ্ছে, স্টোরিতে রাখছে আবার অনেকে ট্রল করছে। ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা নিয়ে নেতিবাচক মন্তব্য করছে।
শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন বাগচী জানান, যদি ক্রিয়েট বা পরিকল্পিতভাবে শিশুর হাতে অস্ত্র তুলে ছবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তবে প্রশাসন এর দায় এড়াতে পারে না। তিনি বলেন, স্থানীয় সাংবাদিকদের অনেকে দায়িত্বশীল নয়, ফেসবুকে কী লেখা যায় কী লেখা যায় না বা কোনটা দেয়া যায় না, তা সম্পর্কে ধারণা নেই বা তাদের অজ্ঞতায় বিপর্যয় ঘটতে পারে। তিনি পুলিশের দায়-দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন ।
শৈলকুপা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা উপেজলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অরণ্য জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শৈলকুপার অনেক ফেসবুক ইউজারদের পোস্টে ছবিটি প্রথম দেখতে পান। তিনি বলেন, এটা সত্য হলে বুঝতে হবে শৈলকুপায় চরমভাবে সামাজিক অবক্ষয় ঘটে চলেছে, যার প্রমাণ শিশুর হাতে অস্ত্র তুলে দেয়া। তবে তিনি মনে করেন কেউ উদ্দেশ্যমূলকভাবে শিশুর হাতে এভাবে দেশীয় অস্ত্র তুলে দিয়ে ছবি করে ফেসবুকে ছেড়ে দিতে পারে, যা গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে ।
শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহিন আক্তার পলাশ বলেন, বেশ কয়েক বছর আগে প্রায় একই রকম ছবি তিনি ফেসবুকে দেখেছেন। তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকায় কোনো কিছু ঘটলে কোনো কোনো মহল এমন কিছু ফেসবুকে ছড়িয়ে দেয় যা দুঃখজনক।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া শিশুর হাতে অস্ত্রসহ ছবি প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ছবিটি তার নজরে এসেছে, তবে কোনো মহল উদ্দেশ্যমূলক ভাবে এটি ছড়িয়েছে বলে তিনি জানান। তিনি বিষয়টির খোঁজখবর করবেন বলে জানান।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে শিশুর হাতে দেশীয় অস্ত্রসহ ছবিটি তার নজরে এসেছে, তবে কে কোথা থেকে ছেড়েছে তার বিস্তারিত জানতে পারেননি। তিনি বলেন, এলাকার ভাবমূর্তি ক্ষুণœ করতেও কোনো মহল এটি করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা