১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

-

গাজীপুরে এবার ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের চাকার এঙ্গেল ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই ট্রেনের যাত্রীরা। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ রেলরুটের মহানগরীর ধীরাশ্রম স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ের ধীরাশ্রম স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুর রহমান মৃধা জানান, গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তুরাগ কমিউটার ট্রেন। পথে ধীরাশ্রম স্টেশনে প্রবেশের সাথে সাথে হঠাৎ পেছনের বগির আগের বগিটির চাকার এঙ্গেল ভেঙে যায়। এতে ওই বগি লাইনচ্যুত হয়ে বসে পড়ে। এ ঘটনায় ডুয়েল গেজ ডাবল লাইনের একটি লাইনে (ডাউন লাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া বগিটিসহ পেছনের দুইটি বগি রেখে ওই ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। চলন্ত ট্রেনের এ দুর্ঘটনায় যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, ঢাকা-জয়দেবপুর রেলরুটে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকাগামী লাইনটি (ডাউন লাইন) বন্ধ থাকায় আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এ দিকে খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া বগিটি দুপুর ১২টা ৫৫ মিনিটে উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশন এলাকায় রেখে অপর বগিটি ঢাকায় নিয়ে যায় রিলিফ ট্রেন। এরপর ওই লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
প্রসঙ্গত, গত ৩ মে ওই স্টেশন ও জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি ছোট দেওড়া এলাকায় যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে তেলের কনটেইনারবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ উভয় ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়। দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি বগি। আহত হন উভয় ট্রেনের চালকসহ (লোকো মাস্টার) চারজন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন ও আপগুন্টি স্টেশন মাস্টারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল