কমলগঞ্জে ঐতিহাসিক চা-শ্রমিক হত্যা দিবস পালিত
- ২২ মে ২০২৪, ০০:০৫
চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ঐতিহাসিক চা-শ্রমিক হত্যা দিবসে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে সংগঠনের জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ণ হাজরার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা: আব্দুশ শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো: নুরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সোহেল, চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, রাজনগর বাগানের চা-শ্রমিকনেতা হেমরাজ লোহার, সুনছড়া চা-বাগানের গনেষ ভাস্কর, স্বপন নায়েক, মাথিউড়া চা-বাগানের দিপক গৌড়. চাতলাপুর চা-বাগানের নারায়ন নাইড়–, দেওছড়া চা-বাগানের রামনারায়ণ গৌড়, তেলিহাড়ি চা-বাগানের সুভাষ গৌড়, নারী চা-শ্রমিক অঞ্চলি রবিদাস, মালা নায়েক, আকাশি কালিন্দী, কাজলী হাজরা, সনিয়া ভাস্কর।
তারা বলেন, প্রতি বছরের মতো এবারো আমাদের সামনে এসেছে ২০ মে ঐতিহাসিক চা-শ্রমিক হত্যা দিবস। ১৯২১ সালের এ দিনটি ছিল চা-শ্রমিকদের বাঁচার জন্য সংঘটিত আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সশস্ত্র গুর্খা পুলিশ বাহিনীর নির্মমভাবে গুলি চালিয়ে হাজার হাজার চা-শ্রমিককে হতাহতের ঐতিহাসিক দিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা