১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লাখ টাকার চশমাওয়ালা কিভাবে রিকশাচালকদের কষ্ট বুঝবেন প্রশ্ন রিজভীর

জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত -


ব্যাটারিচালিত রিকশাচালকদের পক্ষ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যার সানগ্লাস-ঘড়ির দাম লাখ টাকার ওপরে তিনি ব্যাটারিচালিত রিকশাচালকদের নিষিদ্ধ ঘোষণা করলেন। তিনি কিভাবে রিকশাচালকদের কষ্ট বুঝবেন। তিনি কি জানেন, তারা এক বেলা খায় নাকি দুই বেলা খায়?
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। তিনি নিজেই বলেছেন, তার হাতের ঘড়ির দাম অনেক টাকা। অনেক মানুষ বলে ৫০ লাখ টাকা। তিনি যে সানগ্লাস পরেন সেটির দামও লাখ টাকা ছাড়িয়ে যাবে। যার সানগ্লাসের দাম এত, ঘড়ির দাম ৫০ লাখ টাকার ওপরে, তিনি কি জানেন রিকশাচালকরা এক বেলা খায় নাকি দুই বেলা খায়? তিনি কি জানেন রিকশাচালকরা যে উপার্জন করে তা দিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে পারে কি না?’
রিজভী বলেন, ‘ওনাদের প্রত্যেকটি নেতা এবং তাদের আত্মীয়-স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে। বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে। টাকা পাচারের এই আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়ছি। তারা কী করে ব্যাটারিচালিত রিকশাচালকদের করুণ কাহিনী জানবেন।’

তিনি আরো বলেন, ‘এই ব্যাটারিচালিত রিকশা নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। এই আমদানির লাইসেন্স কে দিলো? ঢাকাসহ প্রতিটি শহরেই আমি দেখেছি, ব্যাটারিচালিত যান চলাচল করছে। তাদের এই রোড পারমিশন কারা দিলো? আপনার সরকারই দিয়েছে। এগুলো যারা ইমপোর্ট করেছে তারা আওয়ামী লীগের লোক। তারা আওয়ামী লীগের ব্যবসায়ী। আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে তাদেরই দোষ হয়ে গেল?’
তিনি বলেন, ‘পেট ভরে বদ হজম হবে তারপরও আপনাদের টাকা দরকার। চালকরা কিন্তু এমনি এমনি রিকশা চালাতে পারে না। আপনার প্রশাসনের লোকদের টাকা দিতে হয়। স্থানীয় যুবলীগ-ছাত্রলীগকে চাঁদা দিতে হয়। এত ঘাটে ঘাটে টাকা দেয়ার পরও যতটুকু তাদের উপার্জন হয়, সেটি দিয়ে কোনোরকমে তারা দিন যাপন করে। আর তাদের ওপরেই আপনারা স্টিমরোলার চালাচ্ছেন। তাদের মাথার ওপরই আওয়ামী লীগের তরবারি ঝুলছে। আপনারা গরিবের আহার কেড়ে নিয়ে রাজত্ব করবেন, স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতেই হবে। ওই স্বর্গে আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না।’

শেয়ার বাজারেও নতুন করে ধস নেমেছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘তরুণ শিক্ষিত যুবকরা, অল্প আয়ের মানুষরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে। সেই শেয়ার মার্কেটেও নতুন করে এমন পতন হচ্ছে ওই পতন থেকে আর শেয়ার মার্কেট মাথা তুলে দাঁড়াতে পারছে না। এতে বেকার হচ্ছে তরুণরা। তারা সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।’
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুুন কবির খান, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement