অটোরিকশা চালকদেরও বেঁচে থাকার অধিকার আছে : জামায়াত
- নিজস্ব প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:৫৭
রাজধানীর মিরপুরে গত ১৯ মে অটোচালকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, বিকল্প ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ অটোশ্রমিকরা মিরপুরের ১০ নম্বর গোল চত্বরে এসে জড়ো হন এবং সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ অটোচালকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ অটোচালকরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
বিবৃতিতে তিনি আরো বলেন, রাজধানী ঢাকার সড়কে হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও থ্রি-হুইলার চলাচল করে। এই পেশার সাথে কয়েক লাখ মানুষ জড়িত। অটোচালকদের প্রায় সবাই অশিক্ষিত ও অদক্ষ। তাদের চাকরি করার তেমন কোনো সুযোগ নেই। তাই বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে অটোরিকশা বন্ধ করা হলে শত শত পরিবার পথে বসবে। তাদের না খেয়ে থাকতে হবে। অনেকেই ঋণ করে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও থ্রি-হুইলার রাস্তায় নামিয়েছেন। তাদের ঋণের কিস্তিও বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় তারা মহাবিপদে পড়বে। এ অবস্থায় সরকারের উচিত তাদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করে তাদের ন্যায্য অধিকার প্রদান করা। তারাও মানুষ, সমাজের অন্যান্যের মতো তাদেরও পরিবার-পরিজন নিয়ে সমাজে বেঁচে থাকার অধিকার আছে। তাই তাদের ন্যায্য দাবিগুলো অবশ্যই বিবেচনার দাবি রাখে। অটোচালকদের সাথে আলাপ-আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া মেনে নিয়ে উদ্ভূত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ফরিদপুর : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও সুস্থ সংস্কৃতির সর্বস্তরকে ধংসের পাঁয়তারা চলছে। অনৈসলামিক কালচারে ভরে যাচ্ছে আমাদের বাংলাদেশ! দুর্নীতি,
দুঃশাসন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাগরিক জীবন দুর্বিষহ করে তুলেছে।
ফরিদপুরের বোয়ালমারীর স্থানীয় একটি মিলনায়তনে ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও বোয়ালমারী পৌরসভার আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সঞ্চালনায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ। উদ্বোধনী বক্তৃতা করেন, জেলা সহকারী সেক্রেটারি আবু হারিছ মোল্যা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলার আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো: আবু ইউনুছ, বোয়ালমারী উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা আমির মাওলানা কামাল হুসাইন, আলফাডাঙ্গা পৌরসভার আমির ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, সরকার অন্য দেশের কথা ছাড়া চলতে পারে না! প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশনায় নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী দর্শন ও ইসলামী মূল্যবোধ বিরোধী সিলেবাস দিয়ে মুসলিম উম্মাহর তাহজিব ও তমদ্দুন ধ্বংস করে দিচ্ছে।
রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বী পরিবারকে সহায়তা প্রদান
রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকার সনাতন ধর্মালম্বী নারায়ণ আরশাদেবীর মেয়ে নূপুরের বিবাহ উপলক্ষে খাদ্যসমাগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, শাহমুখদম থানা ও কর্মপরিষদ সদস্য ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মোস্তফা, ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি বাইদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আবুল হোসেনসহ ইউনিট সভাপতি সেক্রেটারি ও ছাত্র সংগঠনের নেতারা।
এ সময় ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ভোদাভেদ নয় বরং ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষের কল্যাণ ও মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী, কল্যাণকামী ও সর্বজনীন রাজনৈতিক সংগঠন। ধর্ম, বর্ণ, মত ও পথ নির্বিশেষে সব শ্রেণীর নাগরিকের জন্য দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করাই জামায়াতে লক্ষ্য উদ্দেশ্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা