১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২৪ থেকে ৩০ মে দেশব্যাপী সিপিবির বিক্ষোভ

-

বিভিন্ন দাবিতে আগামী ২৪ মে থেকে ৩০ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দাবিগুলো হচ্ছে (১) জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত করা; (২) পাচারের টাকা ফেরত, খেলাপি ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ ও এর সাথে জড়িতদের শাস্তি; (৩) চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন, বস্ত্রের নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি; (৪) উৎপাদিত ফসলের লাভজনক দাম, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিক ছাঁটাই, উচ্ছেদ বন্ধ; (৫) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সর্বজনীন রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু; (৬) দেশের রাজনীতি, অর্থনীতিতে সা¤্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ রুখে দাঁড়ানো এবং (৭) মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেটের দাবি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ সংঘটিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সব শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন আগামী ২৪ মে (শুক্রবার) বিকাল সাড়ে ৪টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement