মানিকগঞ্জে আউশ ধান মাড়াই শুরু
- ২০ মে ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের আউশ ধানের স্থানীয় আদি জাত কালো মানিক ও পারেঙ্গী। উপজেলার অপেক্ষাকৃত নিচু জমিতে (যেখানে পানি জমে থাকে) এ ধানের আবাদ করেন কৃষকরা। এবার আদি জাতের ধানের আবাদে ঐতিহ্য রক্ষা ও বীজ সংগ্রহ করার লক্ষ্যে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া ফসলের মাঠে কালো মানিক জাতের আউশ ধানের আবাদ করেছে প্রাকৃতিক কৃষি কেন্দ্র। ফলন হয়েছে বিঘায় ১৩-১৪ মণ হয়েছে। সবধরনের রাসায়নিক সার, বিষ এমনকি জৈব সার ছাড়া রেকর্ড উৎপাদনে আশপাশের কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এ ধান আবাদে। মার্চের শুরুতে রোপণ করা আউশ ধান পাকার পর কৃষকরা ধান মাড়াই করছেন। ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রাম থেকে গতকাল রোববার থেকে তোলা। আব্দুর রাজ্জাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা