১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মানিকগঞ্জে আউশ ধান মাড়াই শুরু

মানিকগঞ্জে আউশ ধান মাড়াই শুরু -

মানিকগঞ্জের আউশ ধানের স্থানীয় আদি জাত কালো মানিক ও পারেঙ্গী। উপজেলার অপেক্ষাকৃত নিচু জমিতে (যেখানে পানি জমে থাকে) এ ধানের আবাদ করেন কৃষকরা। এবার আদি জাতের ধানের আবাদে ঐতিহ্য রক্ষা ও বীজ সংগ্রহ করার লক্ষ্যে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া ফসলের মাঠে কালো মানিক জাতের আউশ ধানের আবাদ করেছে প্রাকৃতিক কৃষি কেন্দ্র। ফলন হয়েছে বিঘায় ১৩-১৪ মণ হয়েছে। সবধরনের রাসায়নিক সার, বিষ এমনকি জৈব সার ছাড়া রেকর্ড উৎপাদনে আশপাশের কৃষকরা আগ্রহী হয়ে উঠছে এ ধান আবাদে। মার্চের শুরুতে রোপণ করা আউশ ধান পাকার পর কৃষকরা ধান মাড়াই করছেন। ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রাম থেকে গতকাল রোববার থেকে তোলা। আব্দুর রাজ্জাক

 


আরো সংবাদ



premium cement