বিএনপি নেতা ইশরাক কারাগারে
- নিজস্ব প্রতিবেদক
- ২০ মে ২০২৪, ০০:০০
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
ইশরাক হোসেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গতকাল আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার ১২ মামলায় ইশরাক হোসেন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আগাম জামিনের আদেশ দেন।
রোববার নাশকতার অভিযোগে করা ১২টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। শুনানি শেষে আদালত ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা