সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচরে গণস্বাক্ষর
- ১৮ মে ২০২৪, ০০:০০
কামরাঙ্গীরচরে ১০৪ ফুট রাস্তা, ৮৩ ফুট ইনার সার্কুলার রোড ও সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর কর্মসূচি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এরপর এলাকার জনগণ সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির সূচনালগ্নে হাফেজ্জী হুজুর মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, গণবসতিপূর্ণ এ কামরাঙ্গীরচরে মানুষের বাড়িঘর ভেঙে ১০৪ ফুট রাস্তা করার কোনো প্রয়োজন নেই। রাস্তা নির্মাণের নামে মূলত আমাদেরকে কামরাঙ্গীরচর থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। এই কামরাঙ্গীরচর আমাদের ঠিকানা, বাপ-দাদার ভিটা, শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে আসছে। আমরা কিছুতেই আমাদের জন্মভূমি কামরাঙ্গীরচর ছাড়ব না।
কর্মসূচিতে আরো বক্তৃতা করেন, জন্মভূমি রক্ষা কমিটির সদস্যসচিব আলহাজ ফারুক হসেন মেম্বার, হাজী সাবির উদ্দীন বাবুল, মামুন আহমেদ, হাজী সোহেল মাহমুদ, হাজী মর্তুজা কামাল, হাজী আমিনুল্লাহ প্রমুখ।
হাজী ফারুক মেম্বার বলেন, গত ৫ মে কামরাঙ্গীরচরে সিবিডি ও আইসিসি প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচরের নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে সাক্ষাৎ করলে মেয়র আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন, কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না এবং সেখানে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না।
মৌখিকভাবে মেয়র আমাদেরকে এ আশ্বাস দিলেও প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের কোনো কথা তিনি বলেননি। যার ফলে আমরা হতাশাগ্রস্ত হয়েছি এবং বুঝতে পেরেছি মেয়র আমাদের সাথে প্রতারণা করছেন এবং আমাদেরকে ধোঁকা দিচ্ছেন।
হাজী সাবির উদ্দিন বাবুল বলেন, আমরা কামরাঙ্গীরচরবাসীর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রী বরাবর তা জমা দিবো। আশা করি প্রধানমন্ত্রী ২০ লাখ মানুষের অনুরোধ রাখবেন। সিবিডি প্রকল্প বাতিল করে ২০ লাখ মানুষের দুশ্চিন্তা ও হতাশা দূর করবেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা