‘জনগণের সরকার ব্যতীত রিজার্ভের পতন ঠেকানো সম্ভব নয়’
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৮ মে ২০২৪, ০০:০০
দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতীত রিজার্ভের পতন ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরাম সভাপতির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মোস্তফা মোহসীন মন্টু বলেন, প্রহসনের ডামি পাতানো নির্বাচনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ ব্যতীত রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকার। রিজার্ভ নিয়ে দুর্নীতিবাজ সরকারের মিথ্যাচারও অনিবার্য পতন ঠেকাতে পারবে না। বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটপাটসহ নানা রকমের কারসাজি করে দেশের অর্থনীতিকে বিপর্যয়ে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দুঃশাসন হটিয়ে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতীত রিজার্ভের পতন ঠেকানো সম্ভব নয়।
তিনি বলেন, একের পর এক ব্যাংক লুট, রিজার্ভ ধস, রিজার্ভ চুরির তথ্য বিদেশী পত্রিকায় প্রকাশ ও দুবাইয়ে অবৈধ সম্পদের পাহাড়সহ নানা সঙ্কটে দেশের অর্থনৈতিক খাত অস্থিতিশীল এবং আশঙ্কাজনক পরিস্থিতিতে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাসহ রাষ্ট্রকে সুসংহত করতে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জোরদারের কোনো বিকল্প নেই।
গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশ ও জাতিকে আওয়ামী দুঃশাসনের কবল থেকে উদ্ধার করতে আরো জোরালোভাবে বর্তমান স্বৈরাচারী অবৈধ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন অব্যাহত থাকবে। জবরদস্তি করে ক্ষমতা দখল করা সরকার, উন্নয়নের মহা মিথ্যাচার করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, একটা মহা দুর্যোগ, মহা বিপর্যয়ে ফেলে রেখেছে। এ পরিস্থিতিতে অধিকার আদায়ের দাবিতে আমাদের জেগে উঠতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে গণফোরাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ, সদস্য হাবিবুর রহমান বুলু, কামাল উদ্দিন সুমন, জান্নাতুল মাওয়া, প্রদীপ ঘোষ, সোলায়মান অয়ন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা