১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপির আশায় গুড়েবালি দিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তা : পররাষ্ট্রমন্ত্রী

প্রেস ক্লাবে মফস্বল সাংবাদিক সোসাইটির আলোচনা সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ : নয়া দিগন্ত -


পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আশায় গুড়েবালি দিয়ে যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে অরো গভীর করতে চায়, সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায়। এ জন্য বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা নানা ধরনের কথা বলছেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সভার আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক জয় বাংলা।
হাছান মাহমুদ বলেন, আজ দেশ এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপির নেতারা কোনো কিছুই দেখতে পায় না। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ওনারা ডোনাল্ড লু’র সাথে সাক্ষাতের জন্য অনেক চেষ্টা করেছিলেন; কিন্তু তাদের আশায় গুড়েবালি দিয়ে যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ক আরো গভীর করতে চায়, এগিয়ে নিতে চায়। আমরাও সম্পর্ককে এগিয়ে নিতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে। আগে দেখতাম দুই-একজন নেতা খেই হারাতেন। গয়েশ্বর বাবু খেই হারান, রুহুল কবির রিজভী আবোল-তাবোল বলেন। এখন দেখি সিনিয়র নেতারাও আবোল-তাবোল বলেন, খেই হারিয়ে ফেলেন। কেউ যখন আশার আলো দেখে না, তখন তারা খেই হারিয়ে ফেলে।
বিএনপি যে দেশবিরোধী ষড়যন্ত্র করছে, তাতে কোনো লাভ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে থাকার যে পথ বিএনপি অনুসরণ করছে, এতে করে তাদের জন্য আকাশটা ছোট হয়ে আসছে। এই পথ পরিবর্তন না করলে বিএনপি একসময় হওয়ায় মিলিয়ে যাবে। আমরা চাই না বিএনপি আরো দুর্বল হোক। আমরা চাই, বিএনপি আরো শক্তিশালী হোক, শক্তিশালী বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করুক। কারণ গণতন্ত্রকে সংহত করতে হলে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে।
দেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসে যেমন আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, তেমনি দেশকে বিস্ময়করভাবে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

ইউএনএইচসিআরের প্রতিনিধির সাক্ষাৎ : দুপুরে জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি সাম্বল রিজভি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাম্বল রিজভি মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠীগুলোর চলমান সশস্ত্র সঙ্ঘাত, মিয়ানমার নিরাপত্তাবাহিনীর সদস্যদের বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা ও রোহিঙ্গা ক্যাম্পে জীবনযাত্রার ওপর আলোকপাত করেন।
ড. হাছান বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সঙ্ঘাত প্রায় শত বছরের পুরনো। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিকল্প নেই। ভারত ও চীনকে এ বিষয়ে আরো তৎপর করতে ইউএনএইচসিআর কাজ করতে পারে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিতদের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেয়া যেতে পারে, যা নিজ দেশে ফিরে গিয়ে তাদের পেশাগত জীবন গড়তে সহায়ক হবে।
ভাসানচরে আরো রোহিঙ্গা স্থানান্তর ও সেখানকার স্থাপনা নিয়মিত মেরামতের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এরপর স্পেনে রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনশেত্রুর সাথে সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বিষয়াবলি নিয়ে আলোচনা করেন ড. হাছান মাহমুদ।


আরো সংবাদ



premium cement