সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে নিহত ২
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৭ মে ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে অটোরিকশাচালক ও মুন্সীগঞ্জে ট্রাকের সাথে আঘাত পেয়ে এক মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় দ্রুতগামী একটি পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ফরহাদ (২৩) নামে এক অটোরিকশাচালক নিহত হন। গতকাল বেলা ৩টায় জাসিম কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ সাতকানিয়া পূর্ব গাটিয়াডাঙ্গা গ্রামের আবু তালেব এর ছেলে। দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাসিন্দা আবদুল জব্বার বীরের ছেলে জুম্মন বীর (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গত বুধবার রাত ৮টায় নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত জুম্মন বীর পাশের গ্রামের বন্ধু মাসুদের সাথে মোটরসাইকেলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। তারা সৈয়দপুর এলাকায় পৌঁছলে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা জুম্মন ছিটকে পরে দ্রুতগতির ট্র্যাকে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা